ধানের বর্তমান বাজার মূল্য ২০২৩

বাংলাদেশের অধিকাংশ মানুষই হচ্ছে কৃষক অর্থাৎ কৃষি কাজ করেই বেশিরভাগ মানুষ গ্রামাঞ্চলে তাদের জীবিকা নির্বাহ করে। আর কৃষি ফসল গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ধান, আর এই ধান চাষ গ্রাম থেকে কৃষকরা করে এবং পুরো বাংলাদেশেই সাপ্লাই হয়ে থাকে। আর মূলত অনেকেই এই বিষয় জানার জন্য অনলাইনে খুজা করি করে তাই আজকের আমার আর্টিকেলটি লিখা।

ধানের বর্তমান বাজার মূল্য ২০২৩  বাংলাদেশের অধিকাংশ মানুষই হচ্ছে কৃষক অর্থাৎ কৃষি কাজ করেই বেশিরভাগ মানুষ গ্রামাঞ্চলে তাদের জীবিকা নির্বাহ করে। আর কৃষি ফসল গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ধান, আর এই ধান চাষ গ্রাম থেকে কৃষকরা করে এবং পুরো বাংলাদেশেই সাপ্লাই হয়ে থাকে। আর মূলত অনেকেই এই বিষয় জানার জন্য অনলাইনে খুজা করি করে তাই  আজকের আমার আর্টিকেলটি লিখা।  ধানের বর্তমান বাজার মূল্য জানার জন্য অনলাইনে অনেকে এভাবে সার্চ করতেছে যে ধানের বর্তমান বাজার মূল্য ২০২৩, আবার অনেকে এভাবেও সার্চ করতেছে যে ধানের বর্তমান বাজার মূল্য ২০২২। তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়ে কোন ধানের কেমন বাজার মূল্য রয়েছে এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। ধানের বর্তমান বাজার মূল্য জানার জন্য আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়তে থাকুন, সে সাথে আমি আপনাদের জন্য নিচে একটি ভিডিও উল্লেখ করে দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিলেই একদম সরাসরি বাজার থেকে ধানের বর্তমান মাজার মূল্য ২০২৩ জেনে নিতে পারবেন।  ধানের বর্তমান বাজার মূল্য ২০২৩  সাধারণত এই ছোট্ট একটি দেশ বাংলাদেশ এবং এই ছোট্ট বাংলাদেশেই কৃষকেরা চাষ করতেছে বিভিন্ন ধরনের ধান। আর বিভিন্ন ধরনের ধানের দর বিভিন্ন ধরনের হয়ে থাকে তাই এখন আমরা কোন ধানের বাজার মূল্য কত রয়েছে সেই বিষয়টি নিয়েই জানবো।  তো প্রথমে আমরা জানবো তুবা ধানের বাজার মূল্য কত? তো বুড়োর সিজনে তুবা ধান অনেকেই চাষ করে থাকে, অনেকেই হয়তোবা আমরা এই ধান টিকে চিনি আবার অনেকেই হয়তো আমরা এই ধান টিকে চিনি না। যাইহোক এই তুবা ধান প্রতি মন বিক্রি হচ্ছে ১৩০০ টাকায় যেমনটি আমার আমরা আজকের ধানের বর্তমান বাজার দর হাট থেকে জানতে পারলাম। আর এই তুবা ধানের দর সবসময়ই একটু বেশি থাকে কেননা এই ধানটা দেখতে একটু সুন্দর হয়ে থাকে।  ১৯ ও ৪৮ ধানের বাজার মূল্য  ১৯ ও ৪৮ এই দুই ধরনের ধানই কিন্তু নতুন ধান, তো উনিশ ধানের বর্তমান বাজার মূল্য ১১২০ টাকা, আবার ১১০০ টাকাও বিক্রি হচ্ছে এই উনিশ দান। অপরদিকে ৪৮ যেই ধানটা রয়েছে সেটা সাধারণত চৈত্র মাসে পাবনার দিকে চাষ করা হয়, তো এই ধানের বাজার মূল্য হচ্ছে ১০০০ থেকে ১ হাজার ২০ টাকা পর্যন্ত। আর এরকম ধাম পেয়ে কৃষকরা বলতেছে যে, যে সমস্ত পরিশ্রম করে টাকা খরচ করে ধান চাষ করা হয় ধান বিক্রি করে সেই টাকা উত্তোলন করা যায় না, কৃষকের মনে রয়েছে নানা ধরনের কষ্ট।  ২৯ ধানের দাম কত  তো বন্ধুরা আজকের হাটে বিভিন্ন ধানের পাশাপাশি ২৯ ধানের দামটাও চলুন এবার জেনে নেই। উপরে উল্লেখিত ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আজকে হাটে 29 ধান বিক্রি হচ্ছে ১১৫০ টাকা ধরে, অর্থাৎ এক মন ২৯ ধানের দাম হচ্ছে ১১৫০ টাকা। তবে অনেক জায়গায় আবার দেখা যায় এই ২৯ দানের দাম ১২৫০ টাকা থেকে ১৩০০ টাকা দামে বিক্রি হচ্ছে।  ২৮ ধানের দাম ২০২৩  ২৮ ধানের দাম বর্তমানে অন্যান্য ধানের তুলনায় অনেকটা ভালো, কেননা ২৮ ধানের চাল অন্যান্য চালের তুলনায় অনেকটা চিকন হয়ে থাকে এবং খেতেও ভালো যার কারণে আকাশ ধানের দাম একটু বাড়তি। বর্তমানে ২৮ ধানের দর হচ্ছে ১৩৫০ টাকা থেকে ১৪০০ টাকা পর্যন্ত, অর্থাৎ এক মন আটাশ ধানের দাম হচ্ছে ১৩৫০ টাকা থেকে ১৪০০ টাকা।   স্বর্ণা ধানের দাম ২০২৩  অপরদিকে স্বর্ণা যেই ধানটা রয়েছে সেটা অন্যান্য ধানের তুলনায় একটু মোটা হয়ে থাকে, এবং এই ধানের রংটা একটু লাল হয়ে থাকে। তো বন্ধুরা এই স্বর্ণাধান প্রতিমান বিক্রি হয়েছে বা হচ্ছে ১১০০ টাকা ধরে, অর্থাৎ এক মন স্বর্ণ ধানের দাম হচ্ছে 1100 টাকা।  হাইব্রিড ধানের দাম  অপরদিকে ভালো দামে বিক্রি হচ্ছে হাইব্রিড ধান, আজকের বাজার মূল্য হচ্ছে হাইব্রিড দানের ১১৮০ টাকা, তবে দেখা যায় প্রায় ২৯ এর কাছাকাছি বিক্রি হচ্ছে হাইব্রিড ধান, তবে ১১৮০ টাকায় যেই হাইব্রিড ধানটা বিক্রি হয়েছে তার সেটার কোয়ালিটি তুলনামূলক ভালো ছিল।  ধান চাষ পদ্ধতি রচনা  ধান কিভাবে চাষ করা হয় এই সম্পর্কে মোটামুটি সকলেই আমরা জানি তবুও আমি হালকাভাবে অর্থাৎ সংক্ষিপ্ত একটু বলি। ধান চাষ করার জন্য প্রথমেই ধানের বীজ রোপন করা হয় যেটাকে আমরা জ্বালা বলে থাকি, জ্বালা ফালানোর 15 থেকে 20 দিন পর জালা ভেঙ্গে আমরা ধান লাগানো শুরু করি। আর ধান লাগানো শেষ হলে ধান ক্ষেতের মধ্যে বিভিন্ন ধরনের সার ঔষধ ইত্যাদি দেওয়া হয়, যাতে করে তান গাছগুলোর হৃষ্টপুষ্ট ও সবল থাকে এবং বিভিন্ন ধরনের পোকামাকড় এর হাত থেকে বেঁচে থাকে।  এবং এক থেকে দেড় মাস পর ধানক্ষেত গুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করা হয়, অর্থাৎ ধানক্ষেতের মধ্যে যে সমস্ত ঘাস জন্ম নেয় সে সমস্ত ঘাসগুলোকে হাতের মাধ্যমে পরিষ্কার করা হয়। এবং বেশি পরিমাণে দান হওয়ার জন্য দেওয়া হয় ক্ষেতের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন ও সার, অতঃপর বিভিন্ন ধরনের যত্নে নেওয়ার পর দুই মাস পর থেকেই ধান পাকা শুরু করে। তারপর ধান লাগানোর পর থেকে তিন মাস পর ওই ধানগুলোকে কেটে বাড়িতে এনে মাড়াই করে ঘড়ে নেওয়া হয়। তারপর খুব ভালোভাবে শুকিয়ে এই ধানগুলোকেই কৃষকেরা বাজারে নিয়ে বিক্রি করতেছে।  শেষ কথা ধানের বাজার মূল্য  ধানের বর্তমান বাজার মূল্য ২০২৩ আমি আপনাদের সাথে উল্লেখ করেছি ধানের দাম সম্পর্কিত বিষয় নিয়ে। অর্থাৎ কোন দানের দর কত রয়েছে ইত্যাদি বিভিন্ন বিষয়, তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন বিভিন্ন হাটে বিভিন্ন জেলায় ধানের দর বিভিন্ন রকমের হয়ে থাকে। এছাড়াও ধানের দল কিন্তু প্রতিদিন আপডেট হচ্ছে অর্থাৎ এমন হয়েছে আজকে ১১০০ টাকা দর আবার কালকে দেখা যায় ১৩০০ টাকা দর। আবার আজকে দেখা যায় বারোশো টাকা ধর আগামী কালকে দেখা যায় ১ হাজার টাকা ধর অর্থাৎ প্রতিদিন এর দাম আপডেট হচ্ছে তাই আপনি যখন দান বিক্রি করবেন অথবা কিনবেন তখন অবশ্যই বর্তমান বাজার মূল্যটা যাচাই করবেন।


ধানের বর্তমান বাজার মূল্য জানার জন্য অনলাইনে অনেকে এভাবে সার্চ করতেছে যে ধানের বর্তমান বাজার মূল্য ২০২৩, আবার অনেকে এভাবেও সার্চ করতেছে যে ধানের বর্তমান বাজার মূল্য ২০২২। তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়ে কোন ধানের কেমন বাজার মূল্য রয়েছে এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। ধানের বর্তমান বাজার মূল্য জানার জন্য আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়তে থাকুন, সে সাথে আমি আপনাদের জন্য নিচে একটি ভিডিও উল্লেখ করে দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিলেই একদম সরাসরি বাজার থেকে ধানের বর্তমান মাজার মূল্য ২০২৩ জেনে নিতে পারবেন।

 

ধানের বর্তমান বাজার মূল্য ২০২৩

সাধারণত এই ছোট্ট একটি দেশ বাংলাদেশ এবং এই ছোট্ট বাংলাদেশেই কৃষকেরা চাষ করতেছে বিভিন্ন ধরনের ধান। আর বিভিন্ন ধরনের ধানের দর বিভিন্ন ধরনের হয়ে থাকে তাই এখন আমরা কোন ধানের বাজার মূল্য কত রয়েছে সেই বিষয়টি নিয়েই জানবো।

তো প্রথমে আমরা জানবো তুবা ধানের বাজার মূল্য কত? তো বুড়োর সিজনে তুবা ধান অনেকেই চাষ করে থাকে, অনেকেই হয়তোবা আমরা এই ধান টিকে চিনি আবার অনেকেই হয়তো আমরা এই ধান টিকে চিনি না। যাইহোক এই তুবা ধান প্রতি মন বিক্রি হচ্ছে ১৩০০ টাকায় যেমনটি আমার আমরা আজকের ধানের বর্তমান বাজার দর হাট থেকে জানতে পারলাম। আর এই তুবা ধানের দর সবসময়ই একটু বেশি থাকে কেননা এই ধানটা দেখতে একটু সুন্দর হয়ে থাকে।

১৯ ও ৪৮ ধানের বাজার মূল্য

১৯ ও ৪৮ এই দুই ধরনের ধানই কিন্তু নতুন ধান, তো উনিশ ধানের বর্তমান বাজার মূল্য ১১২০ টাকা, আবার ১১০০ টাকাও বিক্রি হচ্ছে এই উনিশ দান। অপরদিকে ৪৮ যেই ধানটা রয়েছে সেটা সাধারণত চৈত্র মাসে পাবনার দিকে চাষ করা হয়, তো এই ধানের বাজার মূল্য হচ্ছে ১০০০ থেকে ১ হাজার ২০ টাকা পর্যন্ত। আর এরকম ধাম পেয়ে কৃষকরা বলতেছে যে, যে সমস্ত পরিশ্রম করে টাকা খরচ করে ধান চাষ করা হয় ধান বিক্রি করে সেই টাকা উত্তোলন করা যায় না, কৃষকের মনে রয়েছে নানা ধরনের কষ্ট।

২৯ ধানের দাম কত

তো বন্ধুরা আজকের হাটে বিভিন্ন ধানের পাশাপাশি ২৯ ধানের দামটাও চলুন এবার জেনে নেই। উপরে উল্লেখিত ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আজকে হাটে 29 ধান বিক্রি হচ্ছে ১১৫০ টাকা ধরে, অর্থাৎ এক মন ২৯ ধানের দাম হচ্ছে ১১৫০ টাকা। তবে অনেক জায়গায় আবার দেখা যায় এই ২৯ দানের দাম ১২৫০ টাকা থেকে ১৩০০ টাকা দামে বিক্রি হচ্ছে।

২৮ ধানের দাম ২০২৩

২৮ ধানের দাম বর্তমানে অন্যান্য ধানের তুলনায় অনেকটা ভালো, কেননা ২৮ ধানের চাল অন্যান্য চালের তুলনায় অনেকটা চিকন হয়ে থাকে এবং খেতেও ভালো যার কারণে আকাশ ধানের দাম একটু বাড়তি। বর্তমানে ২৮ ধানের দর হচ্ছে ১৩৫০ টাকা থেকে ১৪০০ টাকা পর্যন্ত, অর্থাৎ এক মন আটাশ ধানের দাম হচ্ছে ১৩৫০ টাকা থেকে ১৪০০ টাকা।

স্বর্ণা ধানের দাম ২০২৩

অপরদিকে স্বর্ণা যেই ধানটা রয়েছে সেটা অন্যান্য ধানের তুলনায় একটু মোটা হয়ে থাকে, এবং এই ধানের রংটা একটু লাল হয়ে থাকে। তো বন্ধুরা এই স্বর্ণাধান প্রতিমান বিক্রি হয়েছে বা হচ্ছে ১১০০ টাকা ধরে, অর্থাৎ এক মন স্বর্ণ ধানের দাম হচ্ছে 1100 টাকা।

হাইব্রিড ধানের দাম

অপরদিকে ভালো দামে বিক্রি হচ্ছে হাইব্রিড ধান, আজকের বাজার মূল্য হচ্ছে হাইব্রিড দানের ১১৮০ টাকা, তবে দেখা যায় প্রায় ২৯ এর কাছাকাছি বিক্রি হচ্ছে হাইব্রিড ধান, তবে ১১৮০ টাকায় যেই হাইব্রিড ধানটা বিক্রি হয়েছে তার সেটার কোয়ালিটি তুলনামূলক ভালো ছিল।

ধান চাষ পদ্ধতি রচনা

ধান কিভাবে চাষ করা হয় এই সম্পর্কে মোটামুটি সকলেই আমরা জানি তবুও আমি হালকাভাবে অর্থাৎ সংক্ষিপ্ত একটু বলি। ধান চাষ করার জন্য প্রথমেই ধানের বীজ রোপন করা হয় যেটাকে আমরা জ্বালা বলে থাকি, জ্বালা ফালানোর 15 থেকে 20 দিন পর জালা ভেঙ্গে আমরা ধান লাগানো শুরু করি। আর ধান লাগানো শেষ হলে ধান ক্ষেতের মধ্যে বিভিন্ন ধরনের সার ঔষধ ইত্যাদি দেওয়া হয়, যাতে করে তান গাছগুলোর হৃষ্টপুষ্ট ও সবল থাকে এবং বিভিন্ন ধরনের পোকামাকড় এর হাত থেকে বেঁচে থাকে।

এবং এক থেকে দেড় মাস পর ধানক্ষেত গুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করা হয়, অর্থাৎ ধানক্ষেতের মধ্যে যে সমস্ত ঘাস জন্ম নেয় সে সমস্ত ঘাসগুলোকে হাতের মাধ্যমে পরিষ্কার করা হয়। এবং বেশি পরিমাণে দান হওয়ার জন্য দেওয়া হয় ক্ষেতের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন ও সার, অতঃপর বিভিন্ন ধরনের যত্নে নেওয়ার পর দুই মাস পর থেকেই ধান পাকা শুরু করে। তারপর ধান লাগানোর পর থেকে তিন মাস পর ওই ধানগুলোকে কেটে বাড়িতে এনে মাড়াই করে ঘড়ে নেওয়া হয়। তারপর খুব ভালোভাবে শুকিয়ে এই ধানগুলোকেই কৃষকেরা বাজারে নিয়ে বিক্রি করতেছে।

আরও পড়ুন:

শেষ কথা ধানের বাজার মূল্য

ধানের বর্তমান বাজার মূল্য ২০২৩ আমি আপনাদের সাথে উল্লেখ করেছি ধানের দাম সম্পর্কিত বিষয় নিয়ে। অর্থাৎ কোন দানের দর কত রয়েছে ইত্যাদি বিভিন্ন বিষয়, তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন বিভিন্ন হাটে বিভিন্ন জেলায় ধানের দর বিভিন্ন রকমের হয়ে থাকে। এছাড়াও ধানের দল কিন্তু প্রতিদিন আপডেট হচ্ছে অর্থাৎ এমন হয়েছে আজকে ১১০০ টাকা দর আবার কালকে দেখা যায় ১৩০০ টাকা দর। আবার আজকে দেখা যায় বারোশো টাকা ধর আগামী কালকে দেখা যায় ১ হাজার টাকা ধর অর্থাৎ প্রতিদিন এর দাম আপডেট হচ্ছে তাই আপনি যখন দান বিক্রি করবেন অথবা কিনবেন তখন অবশ্যই বর্তমান বাজার মূল্যটা যাচাই করবেন।

Post a Comment

Previous Post Next Post