আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আরও একটি ভিন্ন টপিক নিয়ে চলে আসছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পাটের বর্তমান বাজার মূল্য ২০২৩ এই সম্পর্কে, আর আমি পাটের বর্তমান বাজার মূল্য ২০২৩ এই আর্টিকেলটি এই জন্য লিখতেছি কারণ এখন পাঠের সিজন কাজেই অনেকেই পাটের বর্তমান বাজার মূল্য জানার জন্য উদগ্রীব হয়ে আছে।
আরও পড়ুন:
আর তাইতো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাটের বর্তমান বাজার মূল্য এই আর্টিকেলটি। পাটের দাম জানার জন্য অনেকেই google এ সার্চ করতে যে পাটের বর্তমান বাজার মূল্য ২০২৩, আবার অনেকে এভাবেও সার্চ করতে চাই যে পাটের বর্তমান বাজার মূল্য ২০২২। তো বন্ধুরা যাই হোক যে যেভাবে সার্চ করুক না কেন চলুন তাহলে আমরা আমাদের মূল আর্টিকেলে চলে যাই, এবং চলুন জেনে নেই পাটের বর্তমান বাজার মূল্য।
পাটের বর্তমান বাজার মূল্য ২০২৩
কৃষি যে সমস্ত পণ্যগুলো রয়েছে সে সমস্ত পণ্যগুলোর মধ্য হইতে বাট অন্যতম, কারণ আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে পাট চাষ করতেছে অসংখ্য কৃষক ভাইয়েরা। এবং প্রতি বছরেই খুব ভাল পরিমান পাট চাষ করতেছে আমাদের কৃষক শ্রমিকেরা, এবং সেই পার্ট বাংলাদেশ রপ্তানি করে প্রায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে।
যাইহোক সাধারণত পাটের মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে, এক ধরনের পার্ট রয়েছে নিম্নমানের কোয়ালিটির এবং এক ধরনের পার্ট রয়েছে হাই কোয়ালিটির। তো সেই ক্ষেত্রে পাটের দাম টা একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তো বর্তমান বাজারে একদম হাই কোয়ালিটি কোনরকম দাগ ছাড়া সুপার যেই পাট রয়েছে, সেই পাটের বর্তমান বাজার মূল্য হচ্ছে ২৯০০ টাকা। অর্থাৎ হাই কোয়ালিটি ফুল ফ্রেশ এক মন পার্ বর্তমানে বিক্রি হচ্ছে ২৯০০ টাকায়। তবে আবার দেখা যাচ্ছে অনেকেই ২৮০০ টাকা দিয়েও বিক্রি করতেছে তো সেটা সম্পূর্ণ বিক্রেতার ইচ্ছা, কেউ একটু কম আর কেউ একটু বেশি দামে বিক্রি করতেছে।
তারপর মিডিয়াম যে পাট রয়েছে, সেই বাটের বর্তমান বাজার মূল্য হচ্ছে ২৫০০ টাকা, অর্থাৎ মিডিয়াম এক মন পাট কিনলে আপনার লাগবে ২৫০০ টাকা। তারপর আরো একটু নিম্নমানের যেই পাঠ রয়েছে সেই পাট ব্যবসায়ীরা বিক্রি করতেছে ১৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। তবে সাধারণত যেই পাট ১৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত দাম রয়েছে, সে পাট দেখতে একটু কাপসার মত দেখা যায় তাই দামটা একটু কম।
পাটের আজকের বাজার মূল্য ২০২৩
আর উপরে আমি যে দামটা উল্লেখ করেছি সেটা হচ্ছে আগস্ট মাসের ৮ তারিখের বাজার মূল্য অনুযায়ী অর্থাৎ পাটের আজকের বাজার মূল্য ২০২৩, তো পাটের বাজার সাধারণত একেক দিন একেক রকম থাকে, তবে এইটুকু বলা যেতে পারে যে, আপনি যদি একদম কোয়ালিটি ফুল ভাল পাট বিক্রি করেন তাহলে ২৮০০ থেকে ২৯০০ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। তবে একেক এলাকায় পাটের দাম আরো ভিন্ন ভিন্ন হতে পারে, সেটা অবশ্যই আপনারা দেখে শুনে বিক্রি করবেন, আবার যারা কিনবেন তারা অবশ্যই দেখে যাচাই-বাছাই করে কিনবেন।
পাটের বর্তমান বাজার মূল্য ২০২২
অনেকে আবার এটাও জানতে চাই যে ২০২২ সালে পাটের বাজার মূল্য কেমন ছিল? তো চলুন তাহলে জেনে নেই ২০২২ সালে পাটের বাজার মূল্য কত ছিল?
তো বন্ধুরা গত বছর অর্থাৎ 2022 সালে পাটের বাজার মূল্য এরকমই ছিল, অর্থাৎ সর্বনিম্ন ১৮০০ থেকে সর্বোচ্চ ২৭০০ টাকা পর্যন্ত পাট বিক্রি হতো। তবে এখন বর্তমান সময় আশা করা যাই গত বছরের তুলনায় এই বছর অর্থাৎ ২০০৩ সালে পাটের দামটা আনুমানিক একটু বেশি হবে, তবে একেক এলাকায় পার্টির দাম একরকম হয়ে থাকে।
পাট চাষ পদ্ধতি
পাট চাষ এর পদ্ধতি সম্পর্কে সাধারণত আমরা সকলেই জানি তবুও সংক্ষেপে একটু বলে নেই, সাধারণত যখন বোরো ধান কাটা হয় এর 15-20 দিন আগেই পাটের বীজ রোপন করতে হয়, পাটের বীজ সাধারণত রোপন করতে হয় উর্বর জমিতে অর্থাৎ যে জমিতে রস রয়েছে। তারপর যদি কোন সময় জমি শুকিয়ে যায় তাহলে অবশ্যই সেচের মাধ্যমে জমিতে পানি দিতে হবে অন্য তাই পাট চাষ খুব একটা ভালো হবে না। তারপর সাধারণত পাট গাছগুলো যখন বড় হবে তখন অবশ্যই নিংড়ানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে, অর্থাৎ পাট গাছের গোড়ায় যে সমস্ত আগাছাগুলো তৈরি হবে বা জন্ম নিবে সেগুলো পরিষ্কার করে দিতে হবে।
তারপর যখন পাট গাছগুলো পর্যাপ্ত পরিমাণে বড় হয়ে যাবে তখন ওগুলোকে কেটে পানির মধ্যে সাত থেকে আট দিন পর্যন্ত ডুবিয়ে রাখতে হয়, অতঃপর যখন পাট গাছগুলো নরম হয়ে যায় তখন ওইখান থেকে পাটগুলোকে আলাদা করে নেওয়া হয়, পাটগুলোকে আলাদা করার পর ভালোভাবে ধৌত করে রোদ্রে শুকিয়ে বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়। আগে এভাবেই মূলত গ্রাম অঞ্চলের কৃষকরা বা চাষিরা পাট চাষ করে থাকে।
আরও পড়ুন
বাংলাদেশে বর্তমানে পাটের দাম কত
বাংলাদেশে বর্তমানে কোয়ালিটি ফুল ভালো পাটের দাম হচ্ছে ২৮০০ থেকে ৩০০০ টাকা।
পশ্চিমবঙ্গে পাটের দাম কত 2023
পশ্চিমবঙ্গের স্বাধীনতা পাটের দাম বাংলাদেশের তুলনায় অনেকটাই বেশি হয়ে থাকে, যে জায়গায় বাংলাদেশ এ কোয়ালিটি ফুল এক নাম্বার পাট বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৩০০০ টাকায়, অপরদিকে একই পাট ভারতের পশ্চিমবঙ্গে বিক্রি হচ্ছে 5100 টাকা থেকে ৫৩০০ টাকা পর্যন্ত।
পাট রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি
বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন বিষয়ে অন্যান্য দেশ বাংলাদেশের থেকে এগিয়ে থাকলেও একটি বিষয়ে বাংলাদেশ কিন্তু এগিয়ে রয়েছে। সেটি হচ্ছে পাট রপ্তানি, অর্থাৎ পাট রপ্তানিতে শীর্ষ দেশ হিসেবে চিহ্নিত হয়েছে বাংলাদেশ।
পাট চাষের জন্য কেমন জমি উপযোগী
পাট চাষের জন্য রসালো ও উর্বর জমি খুবই উপযোগী, কেননা জমি যদি উর্বর ও রসালো না তাকে সে ক্ষেত্রে পাটের ছাড়া ভালোভাবে বড় হয় না, আর যখন পাটগাছ বড় না হবে তখন ভালো ফলনের আশা করা যায় না
বাংলাদেশে কোথায় পাট চাষ বেশি হয়
যদিও বাংলাদেশ আকারে ছোট কিন্তু পাট চাষে এগিয়ে আছে বাংলাদেশ, পাট চাষের মধ্যে হইতে এক নম্বরে আছে ফরিদপুর তারপর পর্যায়ক্রমে যশোর খুলনা কুষ্টিয়া ইত্যাদি জেলাগুলোতে পাট চাষ সবচাইতে বেশি হয়ে থাকে।
পাটের বৈজ্ঞানিক নাম কি
তো অনেকে আবার পাটের বৈজ্ঞানিক নাম জানার জন্য গুগল এ সার্চ করে, তো বন্ধুরা পাটের বৈজ্ঞানিক নাম হচ্ছে corchorus spp এছাড়াও আরো অন্যান্য নাম রয়েছে।
শেষ কথা: পাটের বর্তমান বাজার মূল্য
পাটের বর্তমান বাজার মূল্য কত এবং ২০২২ সালে পাঠের বাজার মূল্য কত ছিল? সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ পাটের দাম কত ইত্যাদি আনুষঙ্গিক সমস্ত বিষয়ে আমি উপরের আর্টিকেলে তুলে ধরার চেষ্টা করেছি। আর সাধারণত আমরা সকলেই পাট চাষের পদ্ধতি সম্পর্কে অবগত আছি তবুও আমি সংক্ষেপে ৫ চাষের পদ্ধতি সম্পর্কে উপরে একটু লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে।
যাইহোক যে সমস্ত চাষী ভাইয়েরা পাটের দাম জানার জন্য খুবই খোঁজাখুঁজি করতে ছিলেন আমি আশা করছি তাদের জন্য আমার আজকের এই আর্টিকেলটি খুবই হেল্পফুল হয়েছে। কারণ আমার আজকের এই আর্টিকেল এর মাধ্যমে পাটের বর্তমান বাজার মূল্য সহ আরো অনেক কিছু আমি উল্লেখ করেছি, যা খুবই উপকারী বিষয়।
Tags:
কৃষি-পণ্য