আসসালামু আলাইকুম এভরিওয়ান বর্তমান সময়ের তেলের বাজার খুবই উঠানামা করতেছে, অর্থাৎ বাড়তেছে এবং কমতেছে তাই আজকে আমি আপনাদের সাথে সয়াবিন তেলের বাজার মূল্য ও সরিষার তেলের বাজার মূল্য উল্লেখ করার পাশাপাশি আরো সব রকমের তেলের দাম উল্লেখ করার চেষ্টা করব।
বন্ধুরা আপনারা যদি আজকের এই আর্টিকেলটি পড়েন তাহলে অবশ্যই সয়াবিন তেলের বর্তমান বাজার মূল্য এবং সরিষার তেলের বর্তমান বাজার মূল্য জানার পাশাপাশি আরো অন্যান্য সমস্ত তেলের দাম জানতে পারবেন। তো চলুন তাহলে আর দেরি না করে এখনি শুরু করি আমাদের আজকের বর্তমান তেলের বাজার মূল্য সম্পর্কিত আর্টিকেলটি।
সয়াবিন তেলের বর্তমান বাজার মূল্য
বন্ধুরা আমরা সকলেই জানি যে বাজারে সাধারণত দুই ধরনের সয়াবিন তেল পাওয়া যায়, প্রথম যেই সয়াবিন তেলটির মূল্য নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে লুজ তথা খোলা সয়াবিন তেল, তারপর আমরা আলোচনা করব প্যাকেট জাত অর্থাৎ বসুন্ধরা সয়াবিন তেল এর মূল্য নিয়ে।
খোলা অর্থাৎ লুজ এক লিটার সয়াবিন তেলের বাজার মূল্য হচ্ছে 150 টাকা, আপনি ১৫০ টাকা দিয়েই খোলা এক লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। তবে অনেক জায়গায় খোলা সয়াবিন তেল ১৭০ থেকে ১৮০ টাকা পর্যন্ত বিক্রি করে থাকে, ২ লিটার লুজ সয়াবিন তেলের দাম হচ্ছে ৩০০ টাকা। তো এটি হচ্ছে খোলা সয়াবিন তেলের মূল্য, আর প্যাকেটজাত সয়াবিন তেলের মূল্য তুলনামূলক একটু বেশি, চলুন তাহলে জেনে নেই প্যাকেটজাত সয়াবিন তেলের মূল্য।
বসুন্ধরা প্যাকেটজাত এক লিটার সয়াবিন তেলের বর্তমান খুচরা মূল্য হচ্ছে ১৯৯ টাকা, তবে এটির পাইকারি মূল্য আরেকটু কম অর্থাৎ 1 লিটার বসুন্ধরা সয়াবিন তেলের পাইকারি মূল্য হচ্ছে ১৮২ টাকা। বসুন্ধরা ২ লিটার সয়াবিন তেলের খুচরা মূল্য হচ্ছে ৩৯৮ টাকা, আর আপনি যদি পাইকারি ভাবে বসুন্ধরা ২ লিটার সয়াবিন তেল কিনতে চান সে ক্ষেত্রে আপনার লাগবে ৩৬৪ টাকা। তবে সাধারণত পাইকারি কিনতে হলে আপনাকে এক কার্টুন কিনতে হবে, নয়তোবা আপনার কাছে পাইকারি দামে কোন দোকানদার সেল করবে না।
সরিষার তেলের বর্তমান বাজার মূল্য
আপনারা যদি একেবারে খাঁটি অর্থাৎ অরজিনাল সরিষার তেল ক্রয় করতে চান তাহলে মূল্য টা তুলনামূলক একটু বেশি হবে। খোলা খাঁটি এক কেজি সরিষার বর্তমান বাজার মূল্য হচ্ছে ৩১০ টাকা থেকে ৩১৫ টাকা পর্যন্ত, অনুরূপভাবে খাঁটি দুই কেজি সরিষার বর্তমান বাজার মূল্য হচ্ছে ৬৩০ টাকা। বোতলজাত এক কেজি সরিষার বর্তমান বাজার মূল্য হচ্ছে ৩২০ টাকা থেকে ৩৬০ টাকা পর্যন্ত, অনুরূপভাবে বোতল জাত ২ কেজি সরিষার বাজার মূল্য হচ্ছে ৬৫০ টাকা থেকে ৭৫০ টাকা পর্যন্ত। এই দামটা প্রযোজ্য হবে খাঁটি সরিষার ক্ষেত্রে, তবে কেউ যদি একটু লুজ অর্থাৎ দুর্বল সরিষার তেল কিনেন সেক্ষেত্রে দামটা আরেকটু কম হবে।
সুরেশ এক লিটার সরিষার তেলের বাজার মূল্য হচ্ছে ৪৩৫ টাকা, অপর দিকে রাঁধু নিয়ে এক লিটার সরিষার তেলের বাজার মূল্য হচ্ছে ৩০০ টাকা। ২৯০ টাকা লিটারে বিক্রি হচ্ছে মদীনা সরিষার তেল, সে হিসেবে ২ লিটার মদিনা সরিষাল তেলের মূল্য হচ্ছে ৫৯০ টাকা। তবে সাধারণত সরিষার তেলের মূল্য এরকমই হয়ে থাকে।
সয়াবিন তেলের উপকারিতা
সয়াবিন তেল বিভিন্ন ধরনের রান্নার কাজে ব্যবহার করা হয়, যদিও সয়াবিন তেল বিভিন্ন তরকারি পাকানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় তবুও এই সয়াবিন তেলের রয়েছে অনেক উপকারিতা ও গুনাগুন। সয়াবিন তেলের মাধ্যমে প্রথমেই আমরা আমাদের তরকারি সু সাধু স্বাদটা গ্রহণ করতে পারি, দ্বিতীয়তঃ এইসব ইন্টারনেট মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি ও ভিটামিন। সয়াবিন তেল খাওয়ার ফলে শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে, এছাড়াও সয়াবিন তেল খাওয়ার ফলে শরীরের বিভিন্ন ধরনের ঘাটতি পূরণ হয়।
বিশেষ করে মস্তিষ্কের মধ্যে ভালো একটা প্রভাব সৃষ্টি করে এই সয়াবিন তেল, যার ফলে মস্তিষ্ক তাকে সবল এবং সতেজ। বয়সন্ধিকালে যেসব মেয়েরা রয়েছে সেসব মেয়েরা সয়াবিন তেল খাওয়ার ফলে ভালো একটা উপকার হাসিল করে, এছাড়াও সয়াবিন তেলের আরো অনেক উপকারিতা রয়েছে।
সয়াবিন তেলের উপকারিতা জানার পর আসুন এখন আমরা জেনে নেই সয়াবিন তেলের অপকারিতা সম্পর্কে। সয়াবিন তেলের অপকারিতার মধ্যে একটা হচ্ছে অতিরিক্ত তেল খাওয়ার ফলে পেটের মধ্যে গ্যাস তৈরি হয়, তবে এটা সাধারণত খুব বেশি তেল না খেলে এরকমটি হয় না। এছাড়া সয়াবিন তেল খাওয়ার দ্বারা খুব বড় ধরনের উপকারিতা বা ক্ষতিকর দিক রয়েছে এরকম কোন কিছু জানা নেই আমার, তবে হ্যাঁ এটুকু বলতে পারি যে অতিরিক্ত সয়াবিন তেল খাওয়া থেকে বিরত থাকবেন সবসময়।
সরিষার তেলের উপকারিতা
সরিষা সাধারণত আমরা জমির মধ্যে চাষ করে থাকি, তারপর সরিষা ভাঙ্গানোর ফলে সরিষার তেল তৈরি হয়। সরিষার তেলের অনেক উপকারিতা রয়েছে, সরিষার তেল ত্বকে ব্যবহার করার দ্বারা ত্বকের বিভিন্ন ধরনের দাগ দূর হয়ে যায়, তবে একাধারে দীর্ঘদিন যাবত ব্যবহার করতেই থাকলে করতেই থাকলে সে ক্ষেত্রে ত্বকের ক্ষতি হওয়া সম্ভাবনা রয়েছে। এছাড়াও শরীরকে সতেজে রাখতে ঠান্ডা থেকে বেঁচে থাকতে সরিষার তেলের অসাধারণ ভূমিকা রয়েছে, শীতের সিজনে যখন শরীর ঠান্ডা হয়ে থাকে তখন সরিষার তেল শরীরে মাখলে তৎক্ষণিক শরীর গরম হয়ে যায়।
চুলের জন্য সরিষার তেল খুবই উপকারী, কারো মাথায় যদি খুশকি থাকে কিংবা চুলকানি থাকে সেক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করার দ্বারা মাথার চুলকানি ও খুশকি দূর হয়ে যায়। এছাড়াও সরিষার তেল ব্যবহার করার দ্বারা মাথার চুল তাকে সতেজ এবং মহিলাদের জন্য চুল লম্বা করতে খুবই সহায়ক। বিভিন্ন ধরনের সর্দি-কাশি ঠান্ডা ইত্যাদি অসুস্থতা বোধ করলে আপনি অবশ্যই সরিষার তেল খেতে পারেন, এ সমস্ত স্বাভাবিক অসুস্থতা বোধ করলে আপনি অবশ্যই সরিষার তেল খাবার দ্বারা আপনার অসুস্থতা কমে যাবে।
শেষ কথা: তেলের বর্তমান বাজার মূল্য
তো যাই হোক আজকে আমরা সয়াবিন তেলের বর্তমান বাজার মূল্য ও সরিষার তেলের বর্তমান বাজার মূল্য আপনাদের সাথে উল্লেখ করেছি। সয়াবিন তেল ও সরিষার তেলের বর্তমান বাজার মূল্য উল্লেখ করার পাশাপাশি সয়াবিন ও সরিষার তেলের উপকারিতা ও অপকারিতা এগুলোও উল্লেখ করেছি। আমার আজকে আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার টাইমলাইনে কিংবা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন, এবং বিভিন্ন পণ্যের বর্তমান বাজার মূল্য আপডেট দাম জানতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।
Tags:
খাদ্য-পণ্য