বর্তমান বাজার মূল্য ডট কম এই ওয়েবসাইটে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইজি বাইকের দাম কত? সেই সাথে আমি আপনার সাথে আলোচনা করব ইজিবাইকের ব্যাটারির দাম কত ইত্যাদি প্রসঙ্গে।
অনেকে আছে যারা ইজিবাইক কিনতে চায় আর এজন্যই সাধারণত অনেকে সার্চ করে যে, ইজিবাইকের দাম কত ইত্যাদি লিখে। আবার অনেকের পুরাতন ইজিবাইক রয়েছে, যার মধ্যে ব্যাটারি ড্যামেজ হয়ে যাওয়ার কারণে তারাও গুগলে সার্চ করে যে, কিভাবে আমি পুরাতন ব্যাটারি কিনতে পারি বা ইজিবাইকের পুরাতন ব্যাটারির দাম কত ইত্যাদি লিখে।
আরও পড়ুন:
সাধারণত মধ্যবিত্তের মধ্যে যারা রয়েছে তাঁদের মধ্যে অনেকেরই উপার্জনের মাধ্যম হচ্ছে ইজিবাইক। অর্থাৎ একটি ইজি বাইকের মাধ্যমেই তারা সারাদিন উপার্জন করে তাদের সংসারসহ আনুষঙ্গিক খরচে বহন করে। তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আর্টিকেলটি শুরু করি অর্থাৎ ইজি বাইকের দাম ও ইজি বাইকের ব্যাটারির দাম কত ইত্যাদি প্রসঙ্গে।
ইজিবাইকের দাম কত ২০২৩
আমরা সকলেই জানি যে বর্তমান সময়ে ইজি বাইক সহ আরো যত ধরনের গাড়ি রয়েছে সব গাড়ির দামই কিন্তু তুলনামূলক বেড়ে গিয়েছে। তো আসুন এবার জেনে নেই বর্তমান সময়ে ইজি বাইকের দাম কত আছে। ইজি বাইক এর মধ্যেও কয়েক ধরনের ইজি বাইক রয়েছে, যেহেতু কয়েক ধরনের ইজি বাইক রয়েছে সেহেতু ইজি বাইক এর দামও ভিন্ন ভিন্ন। প্রথমেই আমি যে ইজি বাইক এর দাম বলব বা উল্লেখ করবো সেটি হচ্ছে নয় সিটের। অর্থাৎ ড্রাইভার সহ 9 জন যাত্রী বা প্যাসেঞ্জার গাড়িটি লোড করতে পারবে।
আর নয় সিটের এই ইজি বাইকের মূল্য হচ্ছে ২ লক্ষ ৩০ হাজার টাকা, এই গাড়িটির পূর্বের মূল্য ছিল ২ লক্ষ ২৫ হাজার টাকা কিন্তু বর্তমানে 5000 টাকা বেড়ে গিয়ে 9 সিটের ইজি বাইকের গাড়িটির মূল্য হয়েছে ২ লক্ষ ৩০ হাজার টাকা। নয় সিটের মধ্যেই আরো একটি গাড়ি রয়েছে সেটি একটু আপডেট মডেলের, অর্থাৎ আরেকটু শক্তিশালী ও উপরে মাল টানার জন্য একটি বক্স রয়েছে, আর শক্তিশালী নয় সিটের ইজি বাইকটির দাম হচ্ছে ২ লক্ষ ৪০ হাজার টাকা, আর এই টার পূর্বের মূল্য ছিল 2 লক্ষ 37 হাজার টাকা, বর্তমানে ৩০০০ টাকা বেড়ে গিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকা হয়েছে।
ছয় সিটের আরো একটি ইজিবাইক রয়েছে যেটি বর্তমানে খুব বেশি চলাচল করতেছে, অর্থাৎ যারা পাঁচজন থেকে ৬ জন কোথাও যেতে চাই তারা ছয় সিটের এই গাড়িটি অনেকে ভাড়া করে, তো চলুন ছয় সিটের ইজি বাইকটির বর্তমান মূল্য জেনে নেই আমরা। ছয় সিটের ইজি বাইকের মধ্যেও দুইটা মডেল রয়েছে একটা মডেল হচ্ছে একটু নরমাল এবং আরেকটা মডেল হচ্ছে বেশ শক্তিশালী।
তো এর মধ্যে একটার মূল্য হচ্ছে ১ লক্ষ ৬৫ হাজার টাকা এবং ছয় সিটের আরেকটা আপডেট ভার্সনের ইজি বাইকের মূল্য হচ্ছে এক লক্ষ ৭৫ হাজার টাকা। তবে এটার মধ্যেও উপরে এবং সাইট দিয়ে ভালোভাবে বাধাই করা আছে, অর্থাৎ উপর থেকে বৃষ্টির বা অন্য কোন পানি ভিতরে প্যাসেঞ্জারের শরীরে পড়বে না।
তো এখন যে ইজি বাইকটির কথা বলবো সেটাকে মূলত অটো রিক্সা বলা হয়, অর্থাৎ ড্রাইভার সহ এই অটোরিকশাটিতে চারজন লোক উঠতে পারে। অর্থাৎ পিছনের সিটে তিনজন এবং ড্রাইভারের সাথে একজন লোক বসতে পারে। তবে এই অটো রিক্সাটি একদমই খোলামেলা অর্থাৎ উপর এবং চারদিক থেকে কোন রকমের বাঁধাই করা নেই। তো অনেকেই এই অটো রিক্সাটিতে উঠতে ভালবাসে বা পছন্দ করে কেননা এতে শরীরের মধ্যে বাহিরের বাতাস লাগে আবহাওয়া অনুভব করতে পারে।
যাই হোক বন্ধুরা যার সিটের খোলামেলা অটো রিক্সাটির দাম হচ্ছে এক লক্ষ ৩০ হাজার টাকা থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত, তবে এটি সিম ইজি বাইক এর মত শুধুমাত্র চারদিক থেকে খোলামেলা। তো বন্ধুরা আগে যে রিক্সা গুলো ছিল ওইগুলোর মধ্যেও সাধারণত ব্যাটারি লাগিয়ে এখন অটো রিক্সা বানানো হয়েছে। ওই রিক্সা গুলোর মধ্যেও ভালো এবং হাই কোয়ালিটি রয়েছে তো এগুলোর দাম হচ্ছে এক লক্ষ 20 হাজার টাকা থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত।
ইজিবাইকের ব্যাটারির দাম কত
তো বন্ধুরা এতক্ষণ উপরে আমরা আলোচনা করতেছিলাম বিভিন্ন প্রকার ইজিবাইকের দাম কত বিভিন্ন প্রকার অটো রিক্সার দাম কত এই বিষয় নিয়ে। বন্ধুরা এখন আমরা আলোচনা করব ইজি বাইকের ব্যাটারির দাম কত ইত্যাদি প্রসঙ্গে, অনেকেই দেখা যায় তাদের ইজি বাইকের জন্য নতুন ব্যাটারি কিনতে চায় আবার অনেকেই দেখা যায় তাদের ইজি বাইকের জন্য পুরাতন ব্যাটারি কিনতে চা, তো আসুন এখন আমরা জেনে নেই ইজি বাইকের নতুন এবং পুরাতন ব্যাটারির দাম কত এই প্রসঙ্গে বিস্তারিত।
তো বন্ধুরা ইজি বাইকের জন্য আপনি যদি নতুন ব্যাটারি কিনতে চান সে ক্ষেত্রে ব্যাটারির জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্য হইতে RFL, Active, Power plus অন্যতম। তো আসুন আমরা এই তিন ব্র্যান্ডের ব্যাটারির দাম সম্পর্কে জেনে নেই। আপনি যদি আপনার ইজি বাইকের জন্য আরএফএল কোম্পানির পাঁচটি ব্যাটারি কিনতে চান সে ক্ষেত্রে আপনার লাগবে ৭৮ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত। আর আশা করি আপনারা সকলেই জানেন যে ইজিবাইকে সাধারণত পাঁচটি ব্যাটারি ব্যবহার করতে হয়, তো আপনি যদি ইজি বাইকের জন্য আরএফএল কোম্পানির ব্যাটারি কিনতে চান তাহলে আপনার ৮০ হাজার টাকার মত লাগবে।
একটিভ কোম্পানির ব্যাটারি যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে পাঁচটি ব্যাটারি কিনলে আপনার খরচ হবে বা পাঁচটি ব্যাটারির বর্তমান দাম হচ্ছে ৭৫ হাজার টাকা। এছাড়াও আপনি যদি আপনার ইজি বাইকের জন্য পাওয়ার প্লাস কোম্পানির ব্যাটারি কিনতে চান সেক্ষেত্রে পাঁচটি ব্যাটারি কিনতে আপনার খরচ হবে ৬০ হাজার টাকা, অর্থাৎ একটা পাওয়ার প্লাস ব্যাটারির দাম হচ্ছে ১২ হাজার টাকা অনুরূপভাবে পাঁচটা পাওয়ার প্লাস ব্যাটারি দাম হচ্ছে ৬০ হাজার টাকা। তো আশা করি বন্ধুরা ইজিবাইকের ব্যাটারির দাম সম্পর্কে আপনার পরিপূর্ণ জানতে পেরেছেন।
পুরাতন ব্যাটারি দাম
অনেকেই ইজি বাইকের জন্য আবার পুরাতন ব্যাটারি কিনতে চান। অর্থাৎ ব্যাটারি যখন ড্যামেজ হয়ে যায় তখন নতুন ব্যাটারি কিনতে গেলে প্রায় অনেক টাকা প্রয়োজন হয় আর সেজন্য মূলত অনেক ইজিবাইকার ভাইয়েরা কম দামের মধ্যে পুরাতন ব্যাটারির দাম সম্পর্কে জানতে চান বা কিনতে চান। তো সাধারণত আপনি যদি ইজি বাইকের জন্য নতুন ব্যাটারি কিনেন সেই ক্ষেত্রে ৬০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকার ভিতরে কিনতে পারবেন। আর আপনি যদি নতুন ব্যাটারি কিনেন সে ক্ষেত্রে আপনার গাড়ির পারফরম্যান্স পাবেন খুবই ভালো, সেটা আর আমার বলতে হবে না, আশা করি আপনিই ভালো বুঝেন।
তো এখন আমি যদি পুরাতন ব্যাটারি কিনতে চান সে ক্ষেত্রে আপনার পাঁচটি ব্যাটারি কিনতে আপনার খরচ হবে প্রায় ত্রিশ হাজার টাকা। অর্থাৎ যেখানে আপনি ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা দিয়ে নতুন ব্যাটারি কিনতে পারবেন সেখানে আপনি লাগবে প্রায় ৩০ হাজার টাকা। আর আপনি যদি পুরাতন ব্যাটারি কিনা সেই ক্ষেত্রে নতুন ব্যাটারি তুলনায় আপনার গাড়ির পারফরম্যান্স খুব ভালো একটা পাবেন না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, আপনি ৩০ হাজার টাকা করতে পারেন তাহলে ৩৮ হাজার টাকা বাকিতে হলেও আপনি নতুন ব্যাটারি কিনতে পারবেন।
আরও পড়ুন:
শেষ কথা ইজিবাইকের দাম কত
তো আমার ব্যক্তিগত সাজেশন থাকবে আপনি পুরাতন ব্যাটারির তুলনায় নতুন ব্যাটারি কিনবেন, আর এটাই আপনার জন্য ভালো হবে। তো আশা করি এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনা করে করেছি আপনারা বুঝতে পেরেছেন। আরে ইজি বাইকের জন্য সাধারণত অনেক মডেল এবং আপডেট ভার্সন রয়েছে আপনি যখন কিনবেন তখন অবশ্যই ভালোভাবে যাচাই-বাছাই করে কিনবেন। তবে সবসময়ই ওরজিনিয়াল প্রোডাক্ট কিনা চেষ্টা করবেন যদিও দামটা তুলনামূলক একটু বেশি হয় কারণ আপনার প্রোডাক্ট যদি ভাল হয় তাহলে অবশ্যই বেশি দিন চালাতে পারবেন।
Tags:
ইলেকট্রনিক্স