পালসার সিঙ্গেল ডিস্ক প্রাইস ইন বাংলাদেশ

আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদেরকে আশা করছি আল্লাহপাকের শুক্রিয়ায় আপনার সকলে ভালো আছেন। বন্ধুরা ছেলেদের মধ্যে একটা স্বপ্ন সব সময়ই জাগ্রত হয় বা থেকে যায় সেই স্বপ্নটা হচ্ছে মোটরসাইকেল। অর্থাৎ প্রত্যেকটা ছেলের মনে এই স্বপ্ন থাকে যে আমি একটা মোটরসাইকেল কিনব এবং এটা নিয়ে ঘুরাফেরা করবো এইরকম ইত্যাদি ইত্যাদি।

আরও পড়ুন:

আর মূলত মোটরসাইকেল গুলোর মধ্যে হইতে স্বাভাবিক যে মোটরসাইকেল রয়েছে এরকম একটা মোটরসাইকেলের নাম হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক। আর এই মোটরসাইকেলের দাম জানার জন্য অনেকেই google এ এভাবে সার্চ করে থাকে যে, পালসার সিঙ্গেল ডিস্ক প্রাইস ইন বাংলাদেশ, বা অনেকে এভাবে সার্চ করে যে পালসার সিঙ্গেল ডিস্ক এই গাড়িটির বর্তমান বাজার মূল্য কত। তো বন্ধুরা চলুন তাহলে আমরা জেনে নেই পালসার সিঙ্গেল ডিস্ক ও ডাবল ডিস্ক গাড়ির প্রাইস ইন বাংলাদেশ, তারপর আমরা জানবো পালসার সিঙ্গেল ডিস্ক ও ডাবল ডিস্ক এই দুই গাড়ির পার্থক্য এবং সেই সাথে আমরা জানবো বর্তমান সময়ে কোন গাড়ির টিকে না উচিত হবে ইত্যাদি আনুষাঙ্গিক বিষয় সম্পর্কে।

 

পালসার সিঙ্গেল ডিস্ক প্রাইস ইন বাংলাদেশ

পালসার সিঙ্গেল ডিক্স প্রাইস ইন বাংলাদেশ হচ্ছে ১ লক্ষ ৯৫ হাজার টাকা, অর্থাৎ আপনি যদি পালসার সিঙ্গেল ডিস্ক 150cc এই গাড়িটি কিনতে চান তাহলে অবশ্যই আপনার এক লক্ষ 95 হাজার টাকা লাগবে। তবে যদিও সিঙ্গেল ডিস্ক এর পালসার গাড়িটির দাম এক লক্ষ ৯৫ হাজার টাকা হয়ে গেছে, অর্থাৎ সিঙ্গেল ডিস্ক হিসেবে দামটা তুলনামূলক একটু বেশি হয়ে যায় তবুও গাড়িটি বর্তমান সময়ের জন্য পারফেক্ট একটি গাড়ি। ২০০৩ সালের শুরুর দিকেও এই গাড়িটির মূল্য ছিল এক লক্ষ 88 হাজার টাকা এবং ২০২২ সালের শেষের দিকেও ছিল এই গাড়িটির মূল্য ছিল এক লক্ষ 85 হাজার টাকা। কিন্তু বর্তমানে সব জিনিসের দাম বাড়ার সাথে সাথে গাড়ির দামও বেড়ে গিয়ে বর্তমানে পালসার সিঙ্গেল ডিস্ক এই গাড়িটির দাম হচ্ছে ১ লক্ষ ৯৫ হাজার টাকা।

গাড়ির মধ্যে যে সমস্ত ফিছার থাকা দরকার অর্থাৎ একটা গাড়িকে আকর্ষণীয় ও স্মার্ট করে তোলার জন্য যা যা ব্যবহার করা দরকার এর সবকিছুই কিন্তু পালসার সিঙ্গেল ডিস্ক এই গাড়িটির মধ্যে ব্যবহার করা হয়েছে। সবদিক থেকে মিলিয়ে গাড়িটির মধ্যে অসাধারণ একটি লোক রয়েছে। ফুয়েল ব্যবহারের জন্য এই গাড়িটির মধ্যে ব্যবহার করা হয়েছে 15 লিটার এর একটি সুন্দর ট্যাংকি, অর্থাৎ আপনি চাইলে একসাথে ১৫ লিটার পর্যন্ত ফুয়েল ফুল করতে পারবেন। এবং এই গাড়িটির মধ্যে ব্যবহার করা হয়েছে ১২ ভোল্টের ব্যাটারি, যা কিনা ১২ ভোল্ট হিসেবে সাধারণত খুব ভালই সার্ভিস দিয়ে থাকে।

এই গাড়িটির মধ্যে কালো এবং লাল দুই ধরনের কালারই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দমত কালারটি আপনি চয়েজ করতে পারবেন। গাড়ি কিনার পূর্বে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে এক লিটার তেলে আমি কত মাইল পর্যন্ত দৌড়াতে পারবো বা চালাতে পারবো? তো যারা এই গাড়িটি ব্যবহার করছে তাদের থেকে জানা যায় যে, এক লিটার তেল দিয়ে আপনি সর্বোচ্চ ৪৫ থেকে ৪৮ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারবেন। এবং এই গাড়িটির মধ্যে ব্রেক সিস্টেমে ব্যবহার করা হয়েছে পিছনে ও সামনে প্লেইট ব্রেক। খুব ভালো মানের টায়ার ইউজ করা হয়েছে যা কিনা কাদা রাস্তা ও ভাঙ্গা রাস্তার জন্য খুবই উপযোগী।

এছাড়াও এই গাড়িটির মধ্যে সিট খুবই ভালো বা লম্বা রাখা হয়েছে, যার কারণে খুব সহজেই ড্রাইভার সহ আরো দুইজন অনায়াসে এই গাড়িটির মধ্যে উঠতে পারবেন। ইউজ করা হয়েছে টিউবলাইট সহ হেডলাইট ইত্যাদি। দীর্ঘদিন ব্যবহারের জন্য পালসার সিঙ্গেল ডিস্ক 150cc এই গাড়িটি আপনার জন্য অবশ্যই বেটার হবে।

পালসার ডাবল ডিস্ক প্রাইস ইন বাংলাদেশ

পালসার ডাবল ডিস্ক এর দাম হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক এর তুলনায় একটু বেশি। অর্থাৎ উপরে আমরা যেমনটি উল্লেখ করেছি পালসার সিঙ্গেল ডিস্ক এর দাম হচ্ছে ১ লক্ষ ৯৫ হাজার টাকা, অপরদিকে pulsar ডাবল ডিস্ক এর মূল্য হচ্ছে ২ লক্ষ ১৫ হাজার টাকা। অর্থাৎ পালসার সিঙ্গেল ডিস্কের তুলনায় ডাবল ডিস্কের দাম মাত্র ২০ হাজার টাকা বেশি। আর এই দুইটা গাড়ির মধ্যে কি পার্থক্য রয়েছে আমি নিচে আপনাদের সাথে উল্লেখ করতেছি, এমনকি ভিডিও উল্লেখ করে দিতেছি, আপনারা চাইলে ভিডিও উল্লেখ করে দিব, ভিডিও দেখার মাধ্যমে হলেও খুব সহজেই আপনারা পালসার সিঙ্গেল ডিস্ক ও ডাবল ডিস্কের পার্থক্য জানতে পারবেন।

 

পালসার সিঙ্গেল ডিস্ক না ডাবল ডিস্ক

পালসার সিঙ্গেল ডিস্ক ও পালসার ডাবল ডিস্ক উভয়টা গাড়িতে কিন্তু ইঞ্জিন একই ধরনের, অর্থাৎ উভয়টাতেই ১৫০ সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সাধারণত একটা গাড়ির জন্য হেডলাইট খুবই আকর্ষণীয় হয়ে থাকে পালসার সিঙ্গেল ডিস্ক এই গাড়িটির তুলনায় পালসার ডাবল ডিস্ক এই গাড়িটিতে হেডলাইট একটু বড়। পালসার ডাবল ডিস্ক এর টাংকি পালসার সিঙ্গেল ডিস্কের তুলনায় একটু বড় যদিও একই রকম দেখা যায় কিন্তু মূলত পালসার ডাবল ডিস্কের টাংকি বড়। যদিও টাংকি একটু বড় ছোট রয়েছে কিন্তু উভয়টার টাংকির ডিজাইন কিন্তু একই রকম কোন ধরনের ভিন্নতা নাই।

পালসার ডাবলডিস্ক সিটের মধ্যে প্লেট সিস্টেম অর্থাৎ ভাগ রয়েছে, আর পালসার সিঙ্গেল ডিস্ক এর সিট একদম সমান কোন ধরনের প্লেট বা বাগ নাই। এই দুইটা গাড়ির মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে টায়ারের দিক থেকে পালসার ডাবল ডিস্ক গাড়িটি পালসার সিঙ্গেল ডিস্ক গাড়িটির তুলনায় এগিয়ে থাকবে। তবে পালসার সিঙ্গেল ডিস্ক এই গাড়িটির মধ্যে চেইন কাবার ও টায়ার গার্ড ব্যবহার করা হয়েছে, কিন্তু অপরদিকে পালসার ডাবল ডিস্ক এই গাড়ির মধ্যে চেইন কাবার ব্যবহার করা হয়নি। সেই সাথে ডাবল ডিস্ক এর মধ্যে টায়ার গার্ডও ব্যবহার করা হয়নি, এ বিষয়টা খুবই লক্ষনীয় যদি কাদামাখা রাস্তায় দিয়ে চলেন তাহলে আপনার শরীরে কাদা পড়ার সম্ভাবনা রয়েছে।

পালসার ডাবল ডিস্কের তুলনায় পালসার সিঙ্গেল ডিস্ক এই গাড়িটির মধ্যে তেলের মাইলেজ বেশি পাবেন, তবে এটা স্বাভাবিক ব্যাপার ছোট গাড়িটির মধ্যে তেল একটু কমই টানবে। এছাড়া দুইটা গাড়ির ডিজাইন মোটামুটি একই ধরনের করা হয়েছে। এখন আসুন কোন গাড়িটি আপনার জন্য কেনা উচিত হবে সে বিষয় সম্পর্কে কিছু কথা বলি, আপনি যদি গাড়ি কিনতে চান এবং সেটি সেল বা বিক্রি করার কোন নিয়ত না থাকে সে ক্ষেত্রে আমার সাজেশন থাকবে অবশ্যই আপনি পালসার ডাবল ডিস্ক এই গাড়িটি কিনবেন। কেননা পালসার ডাবল ডিস্ক এই গাড়িটি বর্তমান সময়ের খুবই জনপ্রিয় ও সুন্দর বাড়ি।

আর আপনি যদি গাড়ি বিক্রি করে দিবেন বা অল্প কিছুদিন চালানোর পর অন্য গাড়ি কিনবেন, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনি পালসার সিঙ্গেল ডিস্ক এই গাড়িটি কিনবেন। কেননা আনসার সিঙ্গেল ডিস্ক এই গাড়িটি খুব সহজেই বিক্রি করা যায়, যেমন ধরেন এই গাড়িটির বর্তমান মূল্য হচ্ছে ১ লক্ষ ৯৫ হাজার টাকা কিন্তু আপনি যদি কয়েক মাস চালানোর পর বিক্রি করে দিতে চান তাহলে 15-20 হাজার টাকা কমে অবশ্যই বিক্রি করতে পারবেন।

অপরদিকে পালসার ডাবল ডিস্ক এই গাড়িটির বর্তমান বাজার মূল্য হচ্ছে ২ লক্ষ ১৫ হাজার টাকা, আর আপনি যদি অল্প কিছুদিন চালানোর পরে এই গাড়িটি বিক্রি করতে চান সে ক্ষেত্রে কাস্টমার পাওয়া দুষ্কর হয়ে যায় আর যদিও কাস্টমার পেয়ে যান সে ক্ষেত্রে দামটাও অনেক কম পাবেন। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আপনি যদি একদম নিজের ব্যবহারের জন্য কিনেন তাহলে অবশ্যই পালসার ডাবল ডিস্ক এই গাড়িটি কিনবেন, আর যদি মনে করেন যে অল্প কিছুদিন পর বিক্রি করে দিবেন তাহলে অবশ্যই পালসার সিঙ্গেল ডিস্ক এই গাড়িটি কিনবেন।

পালসার সিঙ্গেল ডিস্ক দাম কত

পালসার সিঙ্গেল ডিস্ক দাম হচ্ছে ১,৯৫,০০০ টাকা।

পালসার ডাবল সিঙ্গেল ডিস্ক দাম কত

পালসার ডাবল ডিস্ক দাম হচ্ছে ২,১৫,০০০ টাকা।

আরও পড়ুন:

শেষ কথা পালসার গাড়ি দাম কত

পালসার সিঙ্গেল ডিস্ক ও ডাবল ডিস্ক গাড়ির বর্তমান দাম কত ও এই দুইটা গাড়ির মধ্যে কি কি পার্থক্য রয়েছে এই সমস্ত কিছু আজকের এই আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। সেই সাথে বর্তমান সময়ে আপনার জন্য কোন গাড়িটি কিনা উচিত হবে অর্থাৎ আপনি পালসার সিঙ্গেল ডিস্ক কিনবেন নাকি ডাবল ডিস্ক কিনবেন ইত্যাদি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post