আসসালামু আলাইকুম সকলqকেই, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ওয়ালটন ৫০ ইঞ্চি স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ সহ walton কোম্পানির আরো যত ধরনের টিভি রয়েছে সমস্ত টিভি নিয়ে। অর্থাৎ প্রথমে আমি ওয়ালটনের ৫০ ইঞ্চি স্মার্ট টিভির প্রাইস আলোচনা করার পর ক্রমান্বয়ে নিচের দিকে আসবো অর্থাৎ ৪৩, ৪০, ৩২, সহ একদম ১৭ ইঞ্চি পর্যন্ত ওয়ালটনের সমস্ত সাইজের টিভির দাম আলোচনা করব।
আরও পড়ুন:
ওয়ালটনের টিভির দাম নিয়ে আজকে আমি আপনাদের সাথে এই জন্য আলোচনা করতেছি কারণ অনেকেই ওয়ালটন টিভি কেনার জন্য গুগল এ সার্চ করে থাকে। তাই আমি আজকে আপনাকে বলব আপনি যদি walton টিভির দাম জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি একদম আপনার জন্য। কেননা আজকের এই আর্টিকেলে আমি ওয়ালটন ৫০ ইঞ্চি স্মার্ট টিভির দাম উল্লেখ থেকে শুরু করে একদম ১৭ ইঞ্চি পর্যন্ত টিভির দাম নিয়ে আলোচনা করব। তাই ওয়ালটন টিভির বিভিন্ন সাইজ বা বিভিন্ন ইঞ্চির দাম জানতে আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
ওয়ালটন ৫০ ইঞ্চি স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ
তো বন্ধুরা চলুন প্রথমে আমরা জেনে নেই walton এর বড় টিভির দাম সম্পর্কে। walton এর যেই টিভির দাম নিয়ে প্রথমে আমরা আলোচনা করব সেটার ডিসপ্লে হচ্ছে ৫৫ ইঞ্চি। এবং এর মধ্যে রয়েছে এইচডি রেজুলেশন এর ডিসপ্লে অর্থাৎ ফোর কে, ৫৫ ইঞ্চির ওয়ালটনের এই বড় টিভির প্রাইস হচ্ছে এক লক্ষ 15 হাজার টাকা। আর এই টিভি গুলো সাধারণত বিভিন্ন বাসাবাড়িতে অফিসে কিংবা মার্কেটেও ব্যবহার করা হয়, এই টিভির ডিসপ্লে ৫৫ ইঞ্চি অর্থাৎ অধিক বড় হওয়ার কারণে আপনি যেকোন ধরনের ভিডিও দেখেন না কেন খুবই পানির মত ক্লিয়ার দেখা যাবে।
তো যাই হোক বন্ধুরা আপনারা ওয়ালটন ৫৫ ইঞ্চি স্মার্ট টিভির বাংলাদেশ প্রাইস সম্পর্কে জানতে পেরেছেন। তবে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের ডিসকাউন্টে ওয়ালটন কোম্পানিগুলো তাদের টিভিগুলো বিক্রি করে থাকে, তো আপনি যদি কোম্পানির অফার অনুযায়ী টিভি গুলো কিনেন সে ক্ষেত্রে হয়তো বা দাম অনেকটাই আরো কম পেতে পারেন।
ওয়ালটন ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ
তো বন্ধুরা ওয়ালটনের আরো একটি আকর্ষণীয় টিভির মধ্যে হইতে ৪৩ ইঞ্চি স্মার্ট টিভিটি অন্যতম। এই টিভিটি আপনি যদি কিনেন সে ক্ষেত্রে পেয়ে যাবেন এইচডি ডিসপ্লে এবং ভিডিও দেখার জন্য পেয়ে যাবেন অসাধারণ একটা ভিউ। ওয়ালটন ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি বর্তমান প্রাইস হচ্ছে 49 হাজার টাকা, তবে বর্তমান সময়ে অনেক দোকানেই 20% ডিসকাউন্ট চলতেছে। তো আপনি যদি টুয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অনুযায়ী walton ৪৩ ইঞ্চি স্মার্ট টিভিতে কিনেন সে ক্ষেত্রে আপনার দাম পড়বে ৩৯ হাজার টাকা। তো এই হিসাবে আমরা বলতে পারি যে walton 43 ইঞ্চি স্মার্ট টিভির বর্তমান প্রাইস হচ্ছে ৪৩ হাজার টাকা।
ওয়ালটন ৪০ ইঞ্চি স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ
ওয়ালটন টিভির চমৎকার একটি প্রোডাক্ট হচ্ছে ৪০ ইঞ্চি স্মার্ট টিভি। ওয়ালটন ৪০ ইঞ্চি স্মার্ট টিভিটির বর্তমান প্রাইস হচ্ছে ৩৮ হাজার টাকা। ইটিভিটি কিনলে আপনি পেয়ে যাবেন হাই রেজুলেশনের ডিসপ্লে সেই সাথে আরও অ্যাট্রাক্টিভ অনেক কিছু। এই টিভিটি আপনি রিমোটের মাধ্যমে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন সেই সাথে পেয়ে যাবেন ১৯২০ × ১০৮০ এইচডি ডিসপ্লে। তো বন্ধুরা আপনি যদি ওয়ালটনের ৪৩ ইঞ্চির স্মার্ট টিভিতে কিনতে চান তাহলে আপনি যে কোন ওয়ালটনের শোরুম থেকেই এটি কিনতে পারবেন, এই টিভিটির মডেল হচ্ছে WSD40FD, আপনি এই মডেলটি যে কোন ওয়ালটন শুরুমে গিয়ে বললেই আপনাকে ৪০ ইঞ্চি স্মার্ট টিভিটি বের করে দিবে।
ওয়ালটন ৩২ ইঞ্চি স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ
আরো একটু কম দামের মধ্যে এবং সে সাথে এট্রাকটিভ টিভির মধ্যে ওয়ালটন ৩২ ইঞ্চি স্মার্ট টিভি অন্যতম। ওয়ালটন ৩২ ইঞ্চি স্মার্ট টিভির বর্তমান প্রাইস হচ্ছে ২৫ হাজার ৮০০ টাকা, আপনি ২৫৮০০ টাকা দিয়ে ওয়ালটনের যে কোন শোরুম থেকে এই টিভিটি সংগ্রহ করতে পারেন। ওয়ালটন ৩২ ইঞ্চি এই স্মার্ট টিভির মডেল হচ্ছে WD32RS21. তবে এই টিভিটি আপনারা চাইলে ওয়ালটন যে কোন শোরুম থেকে কেনার পাশাপাশি সহ বিভিন্ন বাংলাদেশি ই কমার্স ওয়েবসাইট থেকেও অর্ডার দিয়ে কিনতে পারবেন। তাছাড়া আপনি যে টিভি কেনেন না কেন প্রত্যেকটা টিভিরই কিন্তু সাধারণত ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে।
ওয়ালটন ২৪ ইঞ্চি স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ
বন্ধুরা উপরে আমরা ওয়ালটনের বড় বড় টিভির দাম সম্পর্কে আলোচনা করেছি এখন আমরা ওয়ালটনের ছোট সাইজের আর দুইটি টিভির দাম নিয়ে আলোচনা করব। এরমধ্যে একটি হচ্ছে ওয়ালটন ২৪ ইঞ্চি স্মার্ট টিভি,এই টিভির দাম তুলনামূলক কম হলেও এটি দেখতে অনেকটা সুন্দর ও সাশ্রয়ী হয়ে থাকে। ওয়ালটন ২৪ ইঞ্চি স্মার্ট টিভির বাংলাদেশ প্রাইস হচ্ছে মাত্র ১২৮০০ টাকা, অর্থাৎ আপনি মাত্র ১২ হাজার ৮০০ টাকা দিয়েই ওয়ালটনের ২৪ ইঞ্চি স্মার্ট টিভিটি কিনতে পারবেন। এই টিভির ডিসপ্লের সাইজ হলো ২৪ ইঞ্চি এবং এই টিভির মডেল হচ্ছে W24D22, এই টিভিটির রেম হচ্ছে ওয়ান জিবি ও রুম হচ্ছে ৮ জিবি।
ওয়ালটন ১৭ ইঞ্চি স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ
ওয়ালটন ১৭ ইঞ্চি টিভি সাধারণত যদিও কেউ কিনে না তবুও অনেকেই দেখা যায় অল্প দামের মধ্যে টিভি কিনতে চাই। তো যারা অল্প দামের মধ্যে টিভি কিনতে চান তাদের জন্য ওয়ালটনের ১৭ ইঞ্চি টিভিটি বেস্ট হবে, ওয়ালটন ১৭ ইঞ্চি স্মার্ট টিভির বাংলাদেশ প্রাইস হচ্ছে মাত্র ৭৭০০ টাকা। যে জায়গায় অন্যান্য ভালো টিভি গুলোর দাম ৩০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকার উপরে সে জায়গায় ১৭ ইঞ্চি এই টিভিটি কিনলে আপনি মাত্র সাড়ে সাত হাজার টাকার মধ্যে কিনে নিতে পারবেন। তো বন্ধুরা যাদের টাকা স্বল্পতা রয়েছে তারা কিন্তু চাইলেই ওয়ালটনের এই পণ্যটি কিনতে পারেন।
ওয়ালটন ১৪ ইঞ্চি স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ
বর্তমান আধুনিক সময়েও অনেকেই দেখা যায় ১৪ ইঞ্চি টিভি কেনার জন্য অনেকেই google এ সার্চ করে বা ১৪ ইঞ্চি টিভির দাম কত সেটা জানতে চাই। এমনকি অনেকে ১৪ ইঞ্চি টিভি কিনতেও চাই তো বন্ধুরা মূলত বর্তমান সময়ে ভালো ভালো আপডেট রঙিন টিভি আসার কারণে ১৪ ইঞ্চি টিভি গুলো মার্কেটে এখন আর এভেলেবেল নেই অর্থাৎ পাওয়া যাচ্ছে না। এবং বিভিন্ন কোম্পানিও ১৪ ইঞ্চি টিভি আর তৈরি করতেছে না কেননা বর্তমান সময়ে হাই রেজুলেশনের ডিসপ্লে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই বড় টিভির প্রয়োজন হয় কাজেই ১৪ ইঞ্চি টিভি পাবেন না এবং দামটাও আমি অবগত নই। তবে যে সময় এই টিভি গুলো বিক্রি হত সে সময় ওয়ালটন ১৪ ইঞ্চি স্মার্ট টিভির বাংলাদেশ প্রাইস ছিল মাত্র পাঁচ হাজার টাকা।
আরও পড়ুন:
শেষ কথা ওয়ালটন স্মার্ট টিভি প্রাইস
আজকের এই আর্টিকেলে আমি ওয়ালটন স্মার্ট টিভির প্রাইস ইন বাংলাদেশ আপনাদের সাথে উল্লেখ করেছি। অর্থাৎ ওয়ালটনের পঞ্চাশ ইঞ্চি 43 ইঞ্চি ৪০ ইঞ্চি ৩২ ইঞ্চি 24 ইঞ্চি 17 ইঞ্চি সহ ১৪ ইঞ্চির টিভির দামও উল্লেখ করেছি। তো বন্ধুরা আপনারা যখন টিভি কিনবেন তখন অবশ্যই টিভির ভালো-মন্দ যাচাই করে কিনবেন তাছাড়া প্রত্যেকটা টিভির পিছনেই সাধারণত তিন থেকে ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে। আর প্রত্যেকটা টিভির সাথেই পাঁচ বছর থেকে সাত বছরের পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে থাকে কোম্পানিগুলো তো আশা করি আমার আইডি কিন্তু আপনি উপকৃত হয়েছেন আমাদের ওয়েবসাইটে আরো নতুন নতুন পোস্ট করতে আমাদের ওয়েব সাইটের সাথেই থাকুন।
Tags:
ইলেকট্রনিক্স