আসসালামু আলাইকুম বন্ধুরা বিগত পোস্টে আমি আলোচনা করেছিলাম পাটের দাম কত বর্তমানে আছে? এবং বাংলাদেশ সহ বর্তমানে কলকাতায় পাটের দাম কত ইত্যাদি বিষয় নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পাটের চটের দাম ও পাটের বস্তার দাম নিয়ে এছাড়াও পাটের চট ও বস্তা কোথায় পাওয়া যায় সেই বিষয়েও। তাছাড়া পাটের চট ও বস্তা সম্পর্কে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের মনে ঘুর পাক খাচ্ছে।
তো বন্ধুরা প্রথমে আমি আপনাদের সাথে আলোচনা করব পাটের চটের দাম নিয়ে, এরপর আলোচনা করব পাটের বস্তার দাম নিয়ে, তারপর পাটের চট কোথায় পাওয়া যায় এই বিষয়ে। তারপর পাট তৈরীর কারখানা ও পাট সম্পর্কিত আরো বিভিন্ন প্রশ্ন উত্তর আপনাদের সাথে তুলে ধরবো যেটা কিনা আমাদের প্রত্যেকেরই মনে জাগ্রত হয় মূলত সেই দিক লক্ষ্য করেই আমি আজকের এই আর্টিকেলটি লিখতেছি তো চলুন বন্ধুরা আর দেরি না করে আমরা আমাদের পাটের চটের দাম সম্পর্কিত মূল আর্টিকেলটি পড়া শুরু করি।
আরও পড়ুন
পাটের চটের দাম
সাদা কালারের প্রতি গজ পাটের চটের দাম হল ২১০ টাকা থেকে ২২০ টাকা, আর কালো রঙের প্রতি গজ পাটের চটের দাম হচ্ছে 180 টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। আর পাটের চট যদি লেমিনেটিং করা থাকে সেই ক্ষেত্রে প্রতি গজের দাম হবে ২০০ টাকা।
এখন আবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে, লেমিনেটিং করা চট ও লেমিনেটিং ছাড়া চটের মধ্যে পার্থক্য কি? বা কোন চট আমার জন্য ভালো হবে? তো বন্ধুরা লেমিনেটিং করা আর লেমিনেটিং ছাড়া চটের মধ্যে তেমন কিছু পার্থক্য নেই অর্থাৎ স্বাভাবিক যে চট রয়েছে সেটা হচ্ছে লিমিনেটিং ছাড়া আর যে চটের চতুর্পার্শ্বে প্লাস্টিক দিয়ে বাধাই করা হয় তাকে বলা হয় লেমিনেটিং করা চট। তু এক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি লেমিনেটিং ছাড়া বা লেমিনেটিং সহ চট ক্রয় করতে পারেন। তাছাড়া এই চট গুলো তারাই বেশি ক্রয় করে যারা চট দিয়ে বিভিন্ন ধরনের শিল্প তৈরি করতে পারে দুই ক্ষেত্রে অবশ্যই আপনারাই বুঝে তারপর চট ক্রয় করবেন। এছাড়াও গ্রামের দিকে বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন বাড়িতে নিচে মাটির উপর বিছানোর জন্য এই ধরনের পাটের চট ক্রয় করা হয়।
পাটের বস্তার দাম
বন্ধুরা সাধারণত পাট দিয়ে বিভিন্ন ধরনের বস্তা তৈরি করা হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে যেই বস্তা দিয়ে ধান চাল ইত্যাদি বহন করা হয় সেই সমস্ত বস্তা গুলোর নতুন দাম হচ্ছে ৭০ টাকা থেকে ৮০ টাকা অর্থাৎ একটি বস্তায় কিনতে আপনার ৭০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত লাগতে পারে। আর আপনি যদি পাটের পুরাতন বস্তা কিনেন সে ক্ষেত্রে পঞ্চাশ কেজির ওজনের একটি পাটের বস্তার দাম হচ্ছে ২৫ টাকা, অনুরুপ ভাবে ৬০ কেজি ওজনের একটি পাটের বস্তার দাম হচ্ছে ২৬ টাকা। বন্ধুরা পুরাতন যে বস্তা গুলো রয়েছে এই বস্তা গুলোর দাম বা রেইট এরকমই হয়ে থাকে, সে ক্ষেত্রে আপনি আরো বড় অবস্থায় যদি কিনতে চান যেমন দুইমন বা ৮০ কেজির পুরাতন পাটের বস্তা সেক্ষেত্রে আপনার ২৮ থেকে ৩০ টাকা লাগবে।
তবে বর্তমান সময়ে দেখা যায় বাজারে কারুকার্য করে পাট দিয়ে অনেক সুন্দর ধরনের বস্তা বা ব্যাগ তৈরি করা হয়, যেগুলো সাধারণত বাজারের ব্যাগ সহ মানুষেরা ফ্যাশন হিসেবেও ব্যবহার করে থাকে। তো ওগুলা দিয়ে ১০ কেজি ১৫ কেজি মালামাল বহন করা যায়, আবার অনেকগুলো দেখা যায় শুধুমাত্র ফ্যাশন, তো ঐ সমস্ত ব্যাগ গুলোর দামও তুলনামূলক অনেকটাই বেশি যেমন ১৫০ টাকা থেকে শুরু করে ২ আড়াইশো টাকাতেও বিক্রি হচ্ছে তবে অবশ্যই মনে রাখতে হবে এই ব্যাগ গুলো স্মার্ট এবং খুব সুন্দর।
খালি বস্তার দাম
তো বন্ধুরা এখন আমরা জানবো খালি বস্তার দাম সম্পর্কে, প্রথমে আমরা জানবো ছালার খালি বস্তার দাম। তো বন্ধুরা সাধারণত 40 কেজি ওজনের একটি ছালার বক্তার দাম হচ্ছে ২৪ টাকা, ৬০ কেজি ও ৮০ কেজি ছালার বস্তার দাম হচ্ছে ২৫ টাকা ও ২৮ টাকা। অনুরূপভাবে প্লাস্টিকের খালি বস্তার দাম হচ্ছে দশ টাকা থেকে ১১ টাকা ১২ টাকা ও ১৫ টাকা পর্যন্ত। অর্থাৎ প্লাস্টিকের এক মনের বস্তা থেকে শুরু করে দুই মনের বস্তার দাম এরকমই হয়ে থাকে। পাটের বস্তার তুলনায় প্লাস্টিকের বস্তার দামটা তুলনামূলক অনেকটাই কম।
তো বন্ধুরা উপরে উল্লেখিত খালি বস্তার দাম সবগুলি হচ্ছে পুরাতন, এখন আপনি যদি নতুন খালি বস্তা কিনতে যান সে ক্ষেত্রে কিন্তু আপনাকে দামটা আরো দুই থেকে তিন গুণ বাড়াতে হবে। যেমন আপনি যদি ছালার খালি বস্তা কিনতে চান তাহলে দেখা যায় ৮০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত লেগে যেতে পারে যদি বড় ধরনের বস্তা কিনেন। অপরদিকে আপনি যদি প্লাস্টিকের নতুন বস্তা কিনতে চান তাহলে দেখা যায় একটা বস্তার দাম পড়ে যাই ষাট টাকা থেকে ৭০ টাকা আবার যদি আরও বড় ধরনের অবস্থায় কিনতে চান সেক্ষেত্রে দামটা আরো বেশি লাগতে পারে। আশা করি বন্ধুরা খালি বস্তার দাম সম্পর্কে একটু ধারণা হলেও পেয়েছেন, আরো ভালোভাবে দাম জানার জন্য আপনি অবশ্যই অনলাইনে বা অফলাইনে ঐ সমস্ত বস্তার দোকানের সাথে যারা বেচাকেনা করে তাদের সাথে আলোচনা করতে পারেন।
সিমেন্টের খালি বস্তা দাম
তো বন্ধুরা এখন কিন্তু বর্তমান সময়ে গ্রাম অঞ্চলে কিংবা শহরের দিকেও দেখা যায় অনেকেই সিমেন্টের বস্তা ক্রয় করতে চাইতেছে। গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষই ধান শুকানোর জন্য বা বিভিন্ন ফসল শুকানোর জন্য সিমেন্টের বস্তার প্রয়োজন হয় অর্থাৎ সিমেন্টের বস্তা দিয়ে তারা ত্রিরফল বানিয়ে তাতে ধান শুকায় এজন্যই তাদের সিমেন্টের বস্তার প্রয়োজন হয়।
তো সিমেন্টের বস্তা সাধারণত দু একটা করে বিক্রি হয় না 50 টা একশ দুইশ ৫০০ এভাবে সিমেন্টের খালি বস্তা বিক্রি হয়। আপনি যদি একাধারে অনেকগুলো সিমেন্টের খালি বার্তা নেন সে ক্ষেত্রে প্রতিদিন সিমেন্টের খালি বস্তার দাম হবে ৪ টাকা থেকে ৫ টাকা। অর্থাৎ আপনি যদি বেশি পরিমাণে নেন সে ক্ষেত্রে ৪ টাকা দিয়েই সিমেন্টের খালি ব্যবস্থা নিতে পারবেন আবার আপনি যদি কম পরিমাণ নেন সে ক্ষেত্রে ৫ টাকা লাগতে পারে প্রতি পিস সিমেন্টের ব্যবস্থা।
চটের বস্তা কোথায় পাওয়া যায়
তো বন্ধুরা এতখন আমরা জানলাম পাটের চটের দাম ও পাটের বস্তার দাম নিয়ে আসুন এবার জেনে নেই চটের বস্তা বা পাটের চট কোথায় পাওয়া যায় সেই বিষয় নিয়ে। তো বন্ধুরা আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের যে নিকটস্থ বাজার রয়েছে সেবাজের অবশ্যই চটের বা পাটের দোকান রয়েছে, আমরা যদি সেই দোকানে খোঁজ করি তাহলে অবশ্যই চটের বস্তা অথবা পাটের চট পেয়ে যাব। তবে কেউ যদি এভাবে কিনতে অক্ষম হয় বা এরকম কোন দোকান না থাকে তাহলে সে ক্ষেত্রে অবশ্যই আমরা অনলাইনে বিভিন্ন ইউটিউব চ্যানেলে মাধ্যমে যোগাযোগ করে পাটের বস্তা অথবা পাটের চট কিনতে পারবো। কারণ আমি লক্ষ্য করেছি বর্তমান সময়ে ইউটিউবে অনেকেই এ ধরনের ব্যবসা করতেছে।
তো বন্ধুরা পাটের বস্তা, পাটের চট, ও খালি বস্তা নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন জাগে তো আমি কিছু প্রশ্ন-উত্তরসরূপ কিছু আলোচনা নিচে উল্লেখ করেছি, আশাকরি তা পড়ে আপনার উপকৃত হবেন।
প্লাস্টিক বস্তা কোথায় পাওয়া যায়
যেকোনো প্লাস্টিকের দোকানে বা অনলাইনে বিভিন্ন জায়গায় এখন প্লাস্টিক বস্তা বিক্রি করা হয়, তো ওই সমস্ত প্লাস্টিকের দোকান থেকে কিংবা অনলাইন থেকে খুব সহজেই প্লাস্টিকের বস্তা পাওয়া যায় বা ক্রয় করা যায়।
চটের ব্যাগ কোথায় পাওয়া যায়
আমি সাধারণত স্বাভাবিক দোকান গুলোর মধ্যে চটের ব্যাগ দেখতে পাইনি, তবে বড় বড় যে দোকানগুলো রয়েছে যেগুলা রাজধানী সহ বিভিন্ন বড় বড় মার্কেটে উপস্থিত সেগুলোতে চটের ব্যাগ পাওয়া যায়। তবে অনলাইনে অনেকেই চটের ব্যাগের ব্যবসা করে তো আপনারা খুব সহজেই ঘরে বসে অনলাইন থেকেও চটের ব্যাগ কিনতে পারেন।
পাটের বস্তা ইংরেজি
পাটের বস্তার ইংরেজি হল jute sack
ছালার বস্তার ইংরেজি
ছালার বস্তার ইংরেজি হল bark sack
আরও পড়ুন
শেষ কথা: পাটের চটের দাম
পাটের চটের দাম ও পাটের বস্তার দাম সহ খালি বস্তার দাম আমি আপনাদের সাথে উল্লেখ করেছি। তো আশা করি বন্ধুরা আমার আজকের এই বস্তার দাম সম্পর্কিত আর্টিকেলটি পড়ে আপনি কিছু না কিছু জানতে পেরেছেন। তো আশা করি আপনারা এই ধারণা অনুযায়ী এ সমস্ত বস্তা বা পাটের চট ক্রয় করতে পারবেন, তবে আপনারা যদি সরাসরি দোকান থেকে এগুলো কিনেন তাহলে তো অবশ্যই দামাদামি করেই কিনবেন আর যদি অনলাইন থেকে কোনভাবে পারচেজ করার চিন্তা করেন তাহলে অবশ্যই আগে ভালো মন্দ যাচাই করে নিবেন। ধন্যবাদ!
Tags:
কৃষি-পণ্য