আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন, আমিও আপনাদের অশেষ দোয়া এবং অশেষ মেহেরবানীতে ভালোই আছি। তো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, হয়তোবা অনেকেই এটা গুগলে সার্চ করে জেনেছে বা খুব কম সংখ্যক মানুষই আগে থেকে জানতো। তো সেটা হচ্ছে পানির ট্যাংকের বা পানির পাম্পের অটো সুইচ দাম কত।
পানির ট্যাংকের অটো সুইচ এর দাম কত এই বিষয়টা জানার জন্য অনেকেই অনলাইনে বিভিন্নভাবে সার্চ করতেছে, তো আজকে আমি আপনাদের সাথে পানির ট্যাংকের অটো সুইচের দাম নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে সঠিক দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং সেই সাথে পানির ট্যাংকের জন্য অটো সুইচ গুলো আপনি কোথায় পেতে পারেন সেটিও আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ।
আরও পড়ুন
পানির ট্যাংকের অটো সুইচ দাম কত
বন্ধুরা শুধুমাত্র পানি ট্যাংকের অটো সুইচটার দাম হচ্ছে ৪০০ টাকা থেকে ৫০০ টাকা। কিন্তু আপনি শুধুমাত্র পানির ট্যাংকের সুইচ কিনলেই কিন্তু তা ব্যবহার করতে পারবেন না বরং তার সাথে আরোও বিভিন্ন সরঞ্জামাদি রয়েছে।
তো বন্ধুরা পানির ট্যাংকের অটো সুইচের ফুল সেটআপ এর মধ্যে দুইটা কোয়ালিটি রয়েছে। যেমন একটা সেটআপ হচ্ছে জার্মানি সেন্সর দিয়ে এবং অপর আরেকটি সেটআপ হচ্ছে চায়না সেন্সর দিয়ে। তো আপনি যদি জার্মানি সেন্সর দিয়ে ফুল সেটআপ করতে চান তাহলে আপনি পেয়ে যাবেন 5 বছরের গ্যারান্টি আর এক তালা থেকে চারতলা পর্যন্ত যদি আপনার পানির ট্যাংকি থাকে সে ক্ষেত্রে ফুল সেটআপ করতে আপনার মূল্য পরবে 6000 টাকা। আর যদি পানির ট্যাংকি চারতালার উপরে হয় তাহলে প্রতি তালার ক্ষেত্রে ১ হাজার টাকা এড হবে অর্থাৎ পানি ট্যাংকি যদি পাঁচতলায় হয় তাহলে সাত হাজার টাকা লাগবে এভাবে প্রতি তালায় এক হাজার টাকা করে বেশি লাগবে।
আর আপনি যদি চায়না সেন্সর দিয়ে পানির ট্যাংকির অটো সুইচের ফুল সেটআপ করতে চান সে ক্ষেত্রে আপনার খরচ হবে মাত্র ৪০০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত। তবে চায়না সেন্সর দিয়ে যদি আপনি ফুল সেটআপ করেন সে ক্ষেত্রে আপনি গ্যারান্টি পাবেন মাত্র এক বছরের আর যদি জার্মানি সেন্সর দিয়ে আপনি ফুল সেটআপ করেন সে ক্ষেত্রে আপনি গ্যারান্টি পাবেন পাঁচ বছরের। তবে সাধারণত জার্মানি সেন্সর গুলো পাঁচ বছর আর সাত বছরের নষ্ট হয়না, সেম একইভাবে আপনি যদি চায়না সেন্সর দিয়েও ফুল সেট আপ করেন তাহলেও সাধারণত একবছরের ভিতরে নষ্ট হয় না।
পানির ট্যাংকের অটো সুইচ এর উপকারিতা
তো বন্ধুরা এতক্ষণ পানির ট্যাংকের অটো সুইচের দাম ও ফুল সেটআপ করলে কত খরচ হতে পারে সেই সম্পর্কে জানলেন, তো আসুন এখন আমরা জেনে নেই পানির ট্যাংকের সুইচ এর উপকারিতা গুলো কি কি??
আপনি যদি পানির ট্যাংকের মধ্যে অটো সুইচ ব্যবহার করেন তাহলে সর্ব বৃহৎ যে উপকারটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। এটা আমিও ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারব আগের তুলনায় বিদ্যুৎ বিল অনেকটাই কমে যাবে। কারণ অটো সুইচ ব্যবহারের ফলে আপনার পানির ট্যাংকের পানি অযথা নষ্ট হবে না, অর্থাৎ নির্দিষ্ট একটা পরিমাণ সেট করে থাকবে যেমন আপনার ট্যাংকির মধ্যে ৩০% পানি থাকা অবস্থায় অথবা 20% পানি থাকা অবস্থায় অটোমেটিক সুইচটা চালু হয়ে যাবে এমনকি পানির ট্যাংকি ফুল হওয়ার সাথে সাথেই অটোমেটিক সুইচটা বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পানিগুলো অপচয় হচ্ছে না তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে।
পানির ট্যাংকির মধ্যে পানি আছে কিনা এ ব্যাপারে খোঁজ খবর রাখতে হয়, হঠাৎ করে দেখা যায় ট্যাংকের পানি শেষ হয়ে যায় তারপর অনেক সময় অনেক ভোগান্তিতে পড়তে হয় কিন্তু অটো সুইচের ব্যবহারের ফলে কিন্তু আপনার এই ভোগান্তিতে পড়তে হবে না, কারণ আপনার টাংকির মধ্যে ২০ অথবা ৩০% পানি থাকা অবস্থায় অটোমেটিক আবার টাংকি ফুল হয়ে যাবে, এছাড়াও এই সুইচ ব্যবহারের ফলে আপনি পানির ট্যাংকির পানির লেভেল খুব সহজেই জাস্টিফাই করতে পারবেন। তাছাড়া যদিও এই অটো সুইচ গুলো সহজে নষ্ট হয় না তবুও যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি মেনুয়াল সুইচ দিয়ে পানি তুলতে পারবেন, অর্থাৎ অটো সুইচের পাশাপাশি আপনি মেন্যুয়াল সুইচও ব্যবহার করতে পারবেন।
পানির ট্যাংকের অটো সুইচের আরেকটি বড় উপকারিতা হচ্ছে আপনার পানির পাম্প কে ভালো রাখবে। কারণ অনেক সময় পানির পাম্প অতিরিক্ত সময় ধরে চালু থাকার কারণে পাপ গরম হয়ে যায় এমনকি অনেক সময় দেখা যায় পাম্প নষ্টও হয়ে যায়, কিন্তু আপনি যদি ওটা সুইটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার পানির পাম্প থাকবে ভালো, এমনকি দীর্ঘদিন ঠিক সই হবে সহজে নষ্ট হবে না।
পানির ট্যাংকের অটো সুইচ এর অপকারিতা
তো বন্ধুরা স্বাধীনতা পানির ট্যাংকের অটো সুইচের কোন অপকারিতা নাই, এই সিস্টেমটা তৈরি করা হয়েছে 2017 সালে এবং এটার উপকারিতার দিক দেখেই তৈরি করা হয়েছে এর কোন অপকারিতা নেই। তারপরও আপনি যদি অপকারিতা তার একটি দিক খুঁজে বের করেন তাহলে সেটি হচ্ছে আপনার প্রথমে লাগানো অবস্থায় কিছু টাকা খরচ হবে কিন্তু যদিও প্রথমে লাগানো অবস্থায় কিছু টাকা খরচ হবে কিন্তু পরবর্তীতে আপনার বিদ্যুৎ বিল সহ আপনার অনেক খরচ কমিয়ে দিবে এই অটো সুইচ।
পানির পাম্পের অটো সুইচ শেষ কথা
তো বন্ধুরা পানির পাম্প এর অটো সুইচ এর দাম সম্পর্কিত আর্টিকেলের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, এই আর্টিকেলে পানির পাম্প এর অটো সুইচের দাম ও ফুল সেটআপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। বর্তমান ডিজিটাল বাংলাদেশে এসে আপনাকে অবশ্যই পানির পাম্পে বা পানির টাংকির জন্য অটো সুইচ ব্যবহার করা উচিত, কেননা এতে একদিকে আপনার বিদ্যুৎ খরচও সাশ্রয়ী হবে এবং অপরদিকে আপনার চাইটিতে পানি কতটুকু আছে বা কখন শেষ হয়ে যাবে খোকন ছাড়তে হবে ইত্যাদি দেখাশোনা করারও কোন প্রয়োজন নেই। এরকম আরো বিভিন্ন পোস্ট পেতে অবশ্যই আমাদের ওয়েব সাইটে সাথে থাকবেন।
Tags:
ইলেকট্রনিক্স