আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ব্লিচিং পাউডার এর দাম কত ও ব্লিচিং পাউডারের কাজ কি? হঠাৎ কোন কোন কাজে ব্লিচিং পাউডার সাধারণত ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা হয় ইত্যাদি বিষয় নিয়ে।
ব্লিচিং পাউডার এর দাম কত, ও ব্লিচিং পাউডার কোন কাজে ব্যবহার করা হয় এটি জানার জন্য প্রতিনিয়ত অনেক মানুষ গুগলে এবং ইউটিউবে সার্চ করে থাকে। তো বন্ধুরা আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনি ব্লিচিং পাউডারের দাম সহ তা কোন কোন কাজে ব্যবহার হয় এবং ব্যবহারের পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন, তো বন্ধুরা চলুন তাহলে আজকে আমরা আমাদের মূল আর্টিকেলটি শুরু করি।
আরও পড়ুন
ব্লিচিং পাউডার এর দাম কত
প্যাকেট ছাড়া এক কেজি ব্লিচিং পাউডার এর দাম হচ্ছে ২০০ টাকা, আবার অনেকেই ২০০ টাকা থেকে শুরু করে ৩৫০ টাকা পর্যন্তও বিক্রি করে থাকে। তবে আপনি যদি এক বালতি ব্লিচিং পাউডার ক্রয় করেন সে ক্ষেত্রে আপনি পাইকারি হিসেবে প্রতি কেজি ২০০ টাকা থেকে ২১০ টাকার ভিতরে কিনতে পারবেন, আর আপনি যদি খুচরা ভাবে কিনেন সে ক্ষেত্রে আপনার দামটা বেশি রাখতে পারে।
তো বন্ধুরা এটা হচ্ছে প্যাকেট ছাড়া খোলা ব্লিচিং পাউডার এর কথা, এখন বর্তমানে বাজারে অনেক ব্লিচিং পাউডার রয়েছে তো সেগুলোর দামও দেখা যায় তুলনামূলক খোলা ব্লিচিং পাউডার থেকে অনেকটাই কম। অর্থাৎ আমি বর্তমান বাজারে লক্ষ্য করেছি যে আধা কেজি ওজনের একটি ব্লিচিং এর প্যাকেটের দাম হচ্ছে মাত্র ৬০ টাকা, আর এক কেজি ওজনের একটি ব্লিচিং এর প্যাকেট এর দাম হচ্ছে মাত্র ১১০ টাকা।
তো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, আপনি কোন ব্লিচিংটা কিনবেন? তো প্রথমেই আপনাকে ডিফেন্ড করতে হবে যে আপনি কোন কাজের জন্য ব্লিচিং কিনবেন, আপনি যদি স্বাভাবিকভাবে কাপড় ধৌত করার জন্য বিশৃঙ্ কিনতে চান তাহলে ছোট প্যাকেট কিনলেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, আর আপনি যদি কাপড় ধৌত করা ছাড়া অন্য কোনো কাজে ব্লিচিং ব্যবহার করার জন্য কিনেন তাহলে আপনি প্যাকেট ছাড়া খোলা ব্লিচিং পাউডার টা ক্রয় করতে পারেন। তো বন্ধুরা আসুন তাহলে এবার জেনে নেই ব্লিচিং পাউডার এর কাজ কি? এবং কোন কোন কাজে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় ও সেই সাথে ব্লিচিং পাউডার এর ব্যবহারের নিয়ম সম্পর্কে।
ব্লিচিং পাউডার এর কাজ কি
ব্লিচিং পাউডারের অনেক কাজ রয়েছে অর্থাৎ ব্লিচিং পাউডার অনেক কাজে ব্যবহার করা হয়, যেমন যেমন অনেকের কাপড়ের মধ্যে দাগ লেগে যায় তাই সাদা কাপড় থেকে দাগ উঠানোর জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। অনেকের বাসা বাড়িতে কিংবা বাড়ির আঙিনায় অথবা বাথরুমে বিভিন্ন ধরনের ময়লা জমে যাওয়ার কারণে এক ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয় এ সমস্ত দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়।
যারা কৃষি কাজের সাথে জড়িত আছে তারা কিন্তু তাদের জমিকে ভালো সতেজ ও আবর্জনা মুক্ত করার জন্য ব্লিচিং পাউডার জমিতে ব্যবহার করে থাকে। আবার পুকুরের পানিতে অনেক সময় ময়লা আবর্জনা কিংবা গাছের লতাপাতা করার কারণে গ্যাস সৃষ্টি হয়, অর্থাৎ পানির রং পরিবর্তন হয়ে যায় এবং তার সজীবতা দূর হয়ে যায়, যার ফলে এরকম পানির মধ্যে মাছ চাষ করা যায় না সুতরাং পানিকে মাছ চাষের যোগ্য করার জন্য এবং তার থেকে সমস্ত গ্যাস দূর করার জন্য ব্লিচিং এর সাথে চুনা মিশিয়ে পানির মধ্যে ব্যবহার করা হয়। এছাড়াও আরো অনেক কাজে ব্লিচিং ব্যবহার করা হয়।
সাদা কাপড়ে ব্লিচিং পাউডার ব্যবহারের নিয়ম
সাদা কাপড় থেকে যেকোনো ধরনের দাগ তোলার জন্য আপনি ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন, তবে আপনি ওই সময়ই সাদা কাপড়ে ব্লিচিং পাউডার ব্যবহার করবেন যখন আপনি অন্য কোনভাবেই কাপড় থেকে দাগ তুলতে পারতেছেন না।
সাবান দিয়ে কাপড় ভালোভাবে ধোয়ার পর পুনরায় অনুমান মত পানির মধ্যে কাপড়টি আবার চুবিয়ে নিন, এরপর যদি কাপড় একটি হয় তাহলে এক চামচ এবং কাপড় দুইটি হলে 2 চামচ এভাবে কাপড়ের পরিমাণ যদি বৃদ্ধি হয় তাহলে ব্লিচিং পাউডার এর পরিমাণও বৃদ্ধি করে দিবেন, এবং ব্লেসিং পাউডারের সাথে আপনি পরিমাণ মতো খাবার সোডা মিশিয়ে নিন। তারপর ১৫ থেকে ২০ মিনিট অথবা সর্বোচ্চ ৩০ মিনিট সময় পর্যন্ত ঐ ব্লিচিং পাউডার ও সোডা মেশানো পানির মধ্যে ভিজিয়ে রাখুন। তারপর ৩০ মিনিট পর কাপড়টা তুলে ভালোভাবে কছা দিবেন, তারপর চমক দেখবেন!! মুহূর্তেই আপনার কাগজ কাপড় থেকে দাগ দূর হয়ে যাবে। এভাবে ধৌত করার পরেও যদি অল্প কোন দাগ লেগে থাকে তাহলে হাতের মধ্যে ব্লিচিং পাউডার ও অল্প খাবার সোডা নিয়ে ওই দাগের মধ্যে ঘসা দিবেন তাহলেই ১০০% শিওর আপনার কাপড়ের দাগ উঠে যাবে।
পুকুরে ব্লিচিং পাউডার ব্যবহারের নিয়ম
পুকুরের পানিতে গ্যাস ও ময়লা মুক্ত করার জন্য ব্লিচিং পাউডার ও চুন ব্যবহার করা হয়, তো পুকুরে ব্লিচিং পাউডার ব্যবহারের নিয়ম হচ্ছে পুকুরে একহাত বাঁ আধা হাত পানি থাকবে এবং এই অবস্থায় আপনি প্রতি একশ শতাংশ জায়গার মধ্যে ২ কেজি অথবা আড়াই কেজি ব্লিচিং পাউডার ব্যবহার করবেন। আপনার পুকুরের মধ্যে যদি জায়গার পরিমাণ ১০ শতাংশ অর্থাৎ এক কাঠা হয় তাহলে আপনি ২০ কেজি ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন।
আর পুকুরের পানির মধ্যে যদি মাছ থাকা অবস্থায় ব্লিচিং পাউডার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি একই নিয়ম ব্যবহার করতে পারেন, তবে পানির মধ্যে যদি ছোট ছোট মাছ থাকে বা মাছের বাচ্চা থাকে সেক্ষেত্রে এই অবস্থায় ব্যবহার না করাই ভালো। কেননা ছোট ছোট মাছ থাকা অবস্থায় যদি আপনি পানিতে ব্লিচিং পাউডার ব্যবহার করেন সে ক্ষেত্রে আপনার মাছের ক্ষতি সম্ভাবনা রয়েছে, আর যদি বড় মাছ থাকে তাহলে সে ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন।
জমিতে ব্লিচিং পাউডার ব্যবহারের নিয়ম
বিভিন্ন ধরনের শাকসবজি লাগানোর জন্য জমিকে পরিষ্কার ও গ্যাস মুক্ত করার জন্য আপনি ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন। যেমন আলু কাঁচা মরিচ বেগুন সহ আরো শাকসবজি চাষাবাদের ক্ষেত্রে ১৫ থেকে ২০ দিন আগে জমিতে ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন। আর এই সমস্ত জমিতে প্রতি ১০ শতাংশ অর্থাৎ এক কাঠায় ১০ থেকে ১৫ কেজি পরিমাণ ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন, আর এই ব্লিচিং পাউডারের সাথে আপনি চাইলে চুনও মিক্স করে ব্যবহার করতে পারেন।
ব্লিচিং পাউডার দিয়ে পানি বিশুদ্ধ করার নিয়ম
ব্লিচিং পাউডার দিয়ে পানিকে বিশুদ্ধ করার জন্য প্রথমে আপনি বিশুদ্ধকরণের জন্য পানিটিকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিন, তারপর সেই পাত্রটির মধ্যে পরিমাণ মতো ব্লিচিং পাউডার দিয়ে দিন অতঃপর 40 মিনিট থেকে এক ঘন্টা এভাবে রেখে দেওয়ার পর পানের উপর এক ধরনের ফেনা ফেনা হয়ে যাবে, তা আপনি পানিকে ভালোভাবে ছাকনির মাধ্যমে ছেঁকে নিন, তাহলেই পানি বিশুদ্ধ হয়ে যাবে। অথবা বর্তমান সময়ে বাজারে ক্লোরিন নামক ট্যাবলেট পাওয়া যায় যেটা ব্লিচিং পাউডারের কাজ করে, এটা আপনি পানিতে দিয়ে এক ঘন্টা পর তুলে ফেলবেন তাহলেই পানি বিশুদ্ধ হয়ে যাবে।
আরও পড়ুন
ব্লিচিং পাউডার কি সাপ তাড়ায়?
হ্যা ব্লিচিং পাউডার সাপ তাড়ায়, ব্লিচিং পাউডার এমন একটি কেমিক্যাল যা শুধু সাপই তারায় না বরং আপনি যদি আপনার বাড়ি আঙ্গিনায় বা আশেপাশে এটি ব্যবহার করেন তাহলে বিষাক্ত সাপসহ আরো অন্যান্য পোকামাকড়কেও তাড়াবে। অর্থাৎ বাড়ির আঙিনায় ব্লিচিং পাউডার ব্যবহার করলে ওই পাউডারের কারণে সাপ সহ অন্যান্য কীটপতঙ্গ আপনার বাড়ির আশেপাশে আসতে পারবেনা।
ব্লিচিং পাউডার কত করে কেজি?
প্যাকেটজাত প্রতি এক কেজি বিসিং পাউডারের দাম ১১০ টাকা থেকে ১২০ টাকা, আর খোলা প্রতি কেজি ব্লিচিং পাউডারের দাম ২০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত রয়েছে। তবে ব্লিচিং পাউডারের কোয়ালিটি অনুযায়ী দাম আরো কম এবং আরও বেশিও হতে পারে।
ব্লিচিং পাউডারের অপর নাম কি?
এই পাউডারটি সাধারণত ব্লিচিং পাউডার নামেই অধিক পরিচিত, তবে অনেকেই এই পাউডারকে ব্লিচ বা ক্লোরিন পাউডার বলে সম্বোধন করে থাকে। কাজেই এই হিসাবে ব্লিচূ পাউডারের অপর নাম হচ্ছে, ব্লিচ বা ক্লোরিন পাউডার।
ব্লিচিং পাউডার কি খাওয়া যায়?
না বন্ধুরা ব্লিচিং পাউডার খাওয়া যায় না বরং এটি শুধুমাত্র পানির মধ্যে ব্যবহার করে পানিকে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা যায়।
ব্লিচিং পাউডার খেলে কি হয়?
ব্লিচিং পাউডার যেহেতু একটি কেমিক্যাল জাতীয় পদার্থ তাই এটা মুখে নেওয়া থেকে বিরত থাকতে হবে, আর যদি কোন সময় ভুলক্রমে মুখের ভিতর চলে যায় বা কেউ খেয়ে ফেলে তাহলে সে ক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এমনকি জরুরি ভিত্তিতে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
ব্লিচিং পাউডার কি বিষাক্ত?
জ্বী ব্লিচিং পাউডার একটি বিষাক্ত কেমিক্যাল।
ব্লিচিং পাউডার খেলে কি ত্বক সাদা হয়?
বন্ধুরা ভুলেও আপনারা এই কাজটি করবেন না, এটি একটি কেমিক্যাল জাতীয় পদার্থ, এটি সেবনের ধারা বা ব্যবহারের দ্বারা যদিও সাময়িক সময়ের জন্য আপনার ত্বক একটু সাদা হবে কিন্তু পরবর্তীতে আপনার জন্য ক্ষতির কারণ হবে, অর্থাৎ আপনার শরীরের মধ্যে বা আপনার মুখের মধ্যে ঠসা ঠসা পড়ে যাবে।
ব্লিচিং করলে কি চুলের ক্ষতি হয়?
জ্বী ব্লিচিং করলে চুলের অনেক ক্ষতি হয়, যদিও অনেকে চুলে ব্লিচিং করার জন্য পরামর্শ দেয় কিন্তু প্রকৃতপক্ষে এটা চুলের জন্য ক্ষতিকর, কাজেই আপনি চুলে ব্লিচিং করা থেকে দূরে থাকুন।
ব্লিচ কি মুখের ত্বকের জন্য ভালো?
মোটেও ব্লিচ মুখের ত্বকের জন্য ভালো নয় বরং এটা আপনার মুখের ত্বকের জন্য একটি ক্ষতিকর দিক।
ব্লিচিং পাউডার কিভাবে ব্যবহারের নিয়ম?
তো বন্ধুরা ব্লিচিং পাউডার আপনি কোথায় ব্যবহার করতে চান?? কোন জায়গায় কিভাবে ব্লিচিং পাউডার ব্যবহার করতে হয় সে বিষয়ে আজকের আমার এই ফুল আর্টিকেলটি পড়লেই আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়মে ব্লিচিং পাউডার ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে পারবেন।
ব্লিচিং পাউডার কোথায় পাওয়া যায়?
সাধারণত আপনি যেখানেই থাকেন না কেন বাজারের প্রত্যেক মনিহারির দোকানেই আপনি ব্লিচিং পাউডার পেয়ে যাবেন, যেখান থেকে সর্বনিম্ন ১০ টাকারও ব্লিচিং পাউডার ক্রয় করতে পারবেন, এমনকি আধা কেজি কিংবা এক কেজি ওজনের প্যাকেটও ক্রয় করতে পারবেন। আর আপনি যদি বেশি পরিমাণে ব্লিচিং পাউডার ক্রয় করতে চান তাহলে ব্লিচিং পাউডারের ড্রাম বা বালতি কিনতে পারেন, আর এরকম ব্লিচিং পাউডারের ড্রাম বা বালতি আপনি রংয়ের দোকান বা বিভিন্ন শাকসবজির বীজ বিক্রি করে এরকম দোকানে পেয়ে যাবেন।
আরও পড়ুন
শেষ কথা ব্লিচিং পাউডার এর দাম কত
বন্ধুরা ব্লিচিং পাউডারের দাম কত? এবং ব্লিচিং পাউডার এর কাজ কি সেই সাথে ব্লিচিং পাউডার কোন কোন কাজে ব্যবহার করতে হয় ও এর ব্যবহারের পদ্ধতি কি? এই সমস্ত বিষয় নিয়ে আজকের আর্টিকেলে আলোচনা করেছিলাম। আশাকরি আমার ব্লিচিং পাউডার সম্পর্কিত আর্টিকেলটি পড়ে আপনার উপকৃত হয়েছেন। তবে হ্যাঁ বন্ধুরা, ব্লিচিং পাউডারের দাম কিন্তু কোয়ালিটি অনুযায়ী একেক ধরনের হতে পারে কাজেই আপনি যখন ব্লিচিং পাউডার কিনবেন তখন অবশ্যই এর বর্তমান বাজার মূল্য যাচাই করে নিবেন।
Tags:
ইনফো