আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সাদা কাপড়ের তিলা তোলার উপায় সম্পর্কে এবং আপনি কিভাবে সাদা কাপড় পরিষ্কার করতে পারবেন সেই টেকনিক সম্পর্কে।
আমরা যারা সাদা কাপড় পরিধান করি বা ব্যবহার করি তাদের কমন একটা সমস্যা যে কাপড়ে দাগ লেগে যায়, আবার অনেকের কাপড়ে ঘামের দাগ লেগে যায় সেই সাথে লালচে দাগ সহ বিভিন্ন ধরনের হলুদ দাগ কাপড়ের মধ্যে লেগে যায়। তো যারা সাদা কাপড় থেকে এ সমস্ত তিলা সহ অন্যান্য দাগ তোলার জন্য বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করেও দাগ তুলতে সক্ষম হন নাই তাদের জন্য আজকের আমার এই আর্টিকেলটি, আজকের আর্টিকেলটি যদি আপনি পড়েন তাহলে আপনি ১০০% আপনার কাপড় থেকে তিলা ও ঘামাচি সহ আরো যত ধরনের দাগই সাদা কাপড়ে লাগুক না কেন আপনি খুব সহজেই তুলে নিতে পারবেন।
আরও পড়ুন
সাদা কাপড়ের তিলা তোলার উপায়
আমি আপনাদেরকে আজকে সাদা কাপড়ের তিলা তোলার যেই টেকনিকটি আপনাদেরকে শিখাবো সেটি হচ্ছে ব্লিচিং পাউডার এর মাধ্যমে, অর্থাৎ আপনি কাপড়ের মধ্যে ব্লিচিং পাউডার ব্যবহারের মাধ্যমে খুব সহজেই কাপড়ের তিলা ও ঘামের দাগ সহ আরো বিভিন্ন ধরনের লালচে ও হলুদ দাগ খুব সহজেই তোলত পারবেন, চলুন এবার তাহলে কিভাবে ব্লিচিং পাউডার ব্যবহারের মাধ্যমে কাপড়ের দাগ তুলতে পারি সেই টেকনিক শিখি।
কাপড় থেকে ঘামের দাগ তোলার উপায়
বন্ধুরা কাপড় থেকে তিলা ঘামের দাগ সহ আপনি যেকোনো দাগ তোলার জন্য প্রথমেই আপনার কাপড়টিকে ভালোভাবে ধৌত করে নিন, অর্থাৎ স্বাভাবিকভাবে হুইল পাউডার দিয়ে অথবা অন্য কোন সার্ফ এক্সেল বা সাবানের মাধ্যমে কাপড়টিকে পরিষ্কার করে নিন। আপনার কাপড়টি যখন পরিষ্কার হয়ে যাবে তখন একদম পানির মাধ্যমে ধৌত করে ফেলেন।
তারপর নতুন করে আবার অনুমান মত পানি নেন, অর্থাৎ আপনি যে কাপড় থেকে তিলা বা ঘামের দাগ তোলবেন সেই কাপড়টির জন্য পরিমাণ মতো পানি নিয়ে তারপর আপনি অনুমান মত ব্লিচিং পাউডার দেন অর্থাৎ এক চামচ অথবা দুই চামচ সেই সাথে আমরা খাবারের মধ্যে যেই সোডা ব্যবহার করে থাকি সেটা ব্লিচিং পাউডারের সাথে পরিমাণ মতো মিশিয়ে নিন। আর যখন কাপড়ের মধ্যে ব্লিচিং পাউডার ও খাবারের সোডা মিক্স হয়ে যাবে তখন কাপড় টির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিন অতঃপর আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় পরিমাণ ভিজিয়ে রাখুন, তাহলে দেখবেন আপনার কাপড় থেকে তিলা সহ ঘামের দাগ খুব সহজেই উঠে গেছে।
আর আপনার সম্পূর্ণ কাপড়ের মধ্যে যদি তিলা বা ঘামের দাগ না থাকে, অর্থাৎ কাপড়ের এক কোনায় দাগ লেগেছে কিংবা শুধুমাত্র কাপড়ের কলার থেকে আপনি তিলার দাগ তুলতে চান সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ কাপড় ব্লিচিং পাউডার দিয়ে ভিজিয়ে রাখার কোন প্রয়োজন নেই, হঠাৎ যেই জায়গা থেকে আপনি তিলা বা ঘামের দাগ বলতে চান সেই জায়গাটা ভিজিয়ে সেই জায়গায় পরিমাণ মতো ব্লিচিং পাউডার ও সাথে খাবার সোডা মেশিন অতঃপর দুই হাত দিয়ে একটু ঘসা দিন একবার খুব সহজেই আপনার কলার বা কাপড়ের কোনাই লেগে থাকা দাগ খুব সহজে উঠে গেছে।
কাপড়ে কচুর দাগ তোলার উপায়
বন্ধুরা অনেক সময় আমাদের ইচ্ছায় অনেক চাই কাপড়ের মধ্যে কচুর দাগ লেগে যায়, তো কচুর দাগ সাধারণত কাপড় থেকে উঠতে চায় না। কচুর দাগ তোলার জন্য আপনি প্রথমে আপনার কাপড় টাকে ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত হুইল পাউডারের পানি দিয়ে ভিজিয়ে রাখুন অতঃপর তার মধ্যে কিছু লবণের ছিটা দিয়ে ভালোভাবে বসা দিন দেখবেন আপনার কাপড় থেকে কচুর দাগ উঠে যাবে। তবে হ্যাঁ এই পদ্ধতিতে অর্থাৎ কাপড় ভিজিয়ে রাখার পর লবণের ছিটা দিয়ে ভালোভাবে ঘষে আপনি যে কোন ধরনের দাগই তুলতে পারবেন, তবে হ্যাঁ অনেক সময় সব দাগ এভাবে উঠবে না এর জন্য আপনাকে অবশ্যই ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে। কারণ কতগুলো দাগ এরকম রয়েছে যেগুলো খুবই মারাত্মক যেমন তিলার দাগ ঘামের দাগ লালচে দাগ মবিলের দাগ ইত্যাদি।
তো এই সমস্ত ভাড়ি যেই দাগগুলো রয়েছে এগুলো তোলার জন্য অবশ্যই আপনাকে ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে। আর ব্লিচিং পাউডার এমন একটি কেমিক্যাল যেটা ব্যবহার করে আপনি আপনার সাদা কাপড় থেকে সব ধরনের দাগই তুলতে পারবেন।
ব্লিচিং পাউডার এর ক্ষতিকারক দিক
তো বন্ধুরা উপরে আর্টিকেলটি যদি আপনার পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা জেনেছেন যে ব্লিচিং পাউডার দিয়ে কিভাবে কাপড়ের তিলা ঘামের দাগ সহ অন্যান্য দাগ তুলতে হয়। তবে ব্লিচিং পাউডার দিয়ে কাপড়ের দাগ তোলার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, অর্থাৎ আপনি যদি কাপড়ের মধ্যে বেশি পরিমাণ ব্লিচিং পাউডার ব্যবহার করেন সে ক্ষেত্রে আপনার কাপড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর যদি আপনি সুতি কাপড়ের মধ্যে অধিক পরিমাণে ব্লিচিং পাউডার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কাপড় একদম ছিড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কাজেই আপনি কাপড় ধৌত করার জন্য স্বাভাবিকভাবে কাপড়ের মধ্যে যেভাবে হুইল পাউডার ব্যবহার করেন ঠিক সেভাবেই ব্লিচিং পাউডারটি ব্যবহার করবেন, তাড়াতাড়ি দাগ তোলার জন্য আপনি খুব বেশি ব্লিচিং পাউডার ব্যবহার করবেন না। ব্লিচিং পাউডারের আরো অনেক ক্ষতিকর দিক রয়েছে যেমন তা যদি মুখের মধ্যে যাই তাহলে অবশ্যই জরুরীভাবে ডাক্তারের শরণাপন্ন হবে, এমনকি অধিক সময় ধরে যদি আপনি ব্লিচিং পাউডারের পানি আর দিয়ে নাড়াচাড়া করেন তাহলে আপনার হাতের মধ্যে কিন্তু ঠসা পড়ে যাবে হয়েছে, তবে হা আমরা স্বাভাবিকভাবে কাপড় ধোয়ার ক্ষেত্রে বা অন্যান্য কাজে ব্লিচিং পাউডার ব্যবহারের ক্ষেত্রে যে সময় ব্যয় করি অর্থাৎ 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এত করে হাতে বা আপনার শরীরের কোন সমস্যা হবে না।
আর অবশ্যই অবশ্যই ব্লিচিং পাউডার ব্যবহার করার সাথে সাথে আপনাকে খাবারের সোডা ওই পাউডারের সাথে মিশ্রণ করতে হবে অন্যথায় কিন্তু আপনার কাপড় থেকে তিলা ঘামের দাগ সহ আরও অন্যান্য দাগ উঠবে না। আরো একটি কথা মাথায় রাখবেন যে, আপনি কিন্তু ব্লিচিং পাউডার টা শুধুমাত্র সাদা কাপড়ের দাগ তোলার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, সাদা কাপড় ব্যতীত অন্যান্য কাপড়ের দাগ তোলার ক্ষেত্রে যদি আপনি এই ব্লিচিং পাউডার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ওই কাপড়ের রং ডিসকালার হয়ে যাবে অর্থাৎ কাপড়ের রং নষ্ট হয়ে যাবে। অতএব অবশ্যই আপনি সাদা কাপড় ব্যতীত অন্যান্য রঙিন কাপড়ে ব্লিচিং পাউডার ব্যবহার করা থেকে বিরত থাকবেন।
ব্লিচিং পাউডার দিলে কাপড়ের দাগ উঠে যায় কেন
অনেকেই ব্লিচিং পাউডার দিয়ে কাপড়ের দাগ তুলার পর আশ্চর্য হয়ে যায় যে, ব্লিচিং পাউডার দিলে কাপড়ের দাগ উঠে যায় কেন? তো বন্ধুরা সাধারণত ব্লিচিং পাউডার এর মধ্যে এসিড রয়েছে আর আপনি এটা যখন পানির মধ্যে ভিজিয়ে রাখবেন তখন এটা ছড়িয়ে যায় এবং এই এসিডের মাধ্যমেই আপনার কাপড় থেকে দাগটা উঠে যায়। তাছাড়াও আশা করি আপনারা সকলে অবগত আছেন ব্লিচিং পাউডার শুধুমাত্র কাপড়ের দাগ তোলার ক্ষেত্রে ব্যবহার হয় বিষয়টি এমন নয় এই পাউডার পানি পরিষ্কার করার ক্ষেত্রে ফসলের জমি পরিষ্কার করার ক্ষেত্রে বাথরুমে দুর্গন্ধ দূর করার ক্ষেত্রে সহ আরো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
আরও পড়ুন
শেষ কথা কাপড়ের তিলা তোলার উপায়
বন্ধুরা সাদা কাপড় থেকে তিলা তোলার উপায় ও সেই সাথে কাপড় থেকে ঘামের দাগ তোলার উপায় সহ আরো বিভিন্ন বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করেছি। তো আশা করি আপনি যদি আমার আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনিও আপনার সাদা কাপড় থেকে তিলা ও ঘামের দাগ সহ অন্যান্য সমস্ত দাগ তুলতে পারবেন। এবং ব্লিচিং পাউডার ব্যবহারের ক্ষেত্রে আমি যে সতর্কতা গুলো উল্লেখ করেছি সেটার দিকে অবশ্যই খেয়াল করবেন। তো বন্ধুরা আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ আরো আর্টিকেল পড়তে আমাদের ছোট ওয়েব সাইটটি ভিজিট করতে পারেন। bortoman bazar mullo
Tags:
ইনফো