আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সিলিং ফ্যান প্রাইস ইন বাংলাদেশ ২০২৫ নিয়ে। অর্থাৎ ২০২৫ সালে এসে সিলিং ফ্যানের দাম উঠানামা করেছে অর্থাৎ কিছু কিছু ফ্যানের দাম কমেছে আবার কিছু কিছু সিলিং ফ্যানের দাম বেড়েছে, আবার সেই সাথে নতুন কতগুলো ফ্যান মার্কেটে এসেছে। যার কারণে অনেকেই নতুন করে সিলিং ফ্যানের প্রাইস জানতে চাই।
আরও পড়ুন
তাই আজকে আমি আপনাদের সাথে সিলিং ফ্যান প্রাইস ইন বাংলাদেশ ২০২৫ এ এসে কোন কোম্পানির ফ্যানের দাম কত ইত্যাদি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের বিশেষ একটি কোম্পানি হচ্ছে ওয়ালটন, আর আমি আপনাদের সাথে ওয়ালটন সিলিং ফ্যানের দাম উল্লেখ করার পাশাপাশি আরও বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন কোম্পানির সিলিং ফ্যানের দাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
ওয়ালটন সিলিং ফ্যান প্রাইস ইন বাংলাদেশ ২০২৫
লোটাস মডেলের ৫২ ইঞ্চির ওয়ালটন সিলিং ফ্যানের দাম হচ্ছে মাত্র ২৭০০ টাকা। এই ফ্যানের সাথে আপনি পাকাগুলো পেয়ে যাবেন এলমুনিয়ামের, সেই সাথে আপনি এই ফ্যানটির পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন। ওয়ালটনের সুপার সেভার মডেলের রিমোট নিয়ন্ত্রিত আরো একটি সিলিং ফ্যান পেয়ে যাচ্ছেন ৬১০০ টাকায়, এই ফ্যানটির আলাদা ফিচার হচ্ছে আপনি রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। যেমন রিমোটের মাধ্যমে ওয়ান অফ করা সেই সাথে ফ্যানের পাওয়ার বাড়ানো কমানো ইত্যাদি। আর এই ফ্যানের সাথে আপনি পাবেন এলমনিয়াম পাখা ও ১০ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
Wcf 56004 ওয়াল্টনের আরো একটি নতুন মডেলের ফ্যান। ৫৬ ইঞ্চির এই ফ্যানটির মূল্য হচ্ছে ৪৬০০ টাকা, এই ফ্যানটির সাথেও আপনি দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন। Wcf 56004 এই মডেলের মতোই আরো একটি ৫৬ ইঞ্চির ফ্যানের মূল্য হচ্ছে মাত্র ৩৬০০ টাকা, তবে এটার পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে।
ভিশন সিলিং ফ্যান প্রাইস ইন বাংলাদেশ ২০২৫
ভিশন সিলিং ফ্যান গুলোর মধ্যে প্রথমে আমি যে ফ্যানটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে রয়েল মেরুন ফ্যান, অর্থাৎ এই ফ্যানের মধ্যে আপনি পেয়ে যাবেন একটি অসাধারণ কালার যা কিনা ১০ বছর ব্যবহার করার পরেও উঠবে না। আর এই অসাধারণ ভিশন সিলিং ফ্যানটির মূল্য হচ্ছে ৪৯০০ টাকা, আর আপনি যেকোনো ধরনের ভিশন সিলিং ফ্যান কিনেন এটার সাথে আপনি অবশ্যই সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন। তবে শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে ডাইরেক্ট ভিশন কোম্পানি থেকে নিতে হবে।
আর এই ফ্যানের মধ্যেই আরেকটি মডেল হচ্ছে ভিশনের অফ হোয়াইট, এটাও মূলত সেইম উপরেরটার মতোই তবে এটার দাম হচ্ছে মাত্র 4400 টাকা। আরো একটি চমক হচ্ছে ভিশন কোম্পানির ক্যামিলিও ব্লু কালারের সিলিং ফ্যানটির মূল্য হচ্ছে মাত্র ৪৯০০ টাকা, আর এটাও যদি আপনি অফিসিয়াল ভিশন শোরুম থেকে ক্রয় করেন তাহলে সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। ক্যামিলিও ব্লু কালারের ওয়াফ হোয়াইট আরো একটি সিলিং ফ্যান রয়েছে সেটির দাম হচ্ছে মাত্র ৪৪০০ টাকা এবং এটার সাথেও সেইম সাত বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন।
ক্লিক সিলিং ফ্যান প্রাইস ইন বাংলাদেশ ২০২৫
বন্ধুরা, walton সিলিং ফ্যান ও ভিশন সিলিং ফ্যানের পাশাপাশি ক্লিক সিলিং ফ্যানও বর্তমানে ভালো চলতেছে। তাই আপনাদের সাথে ক্লিক সিলিং ফ্যানের প্রাইস নিয়েও আলোচনা করব। ক্লিক ক্যামেলিয়া ৫৬ ইঞ্চি মডেলের সিলিং ফ্যানের দাম হচ্ছে ৪৪০০ টাকা, এটি হচ্ছে আরএফএল এর। আপনি যদি ক্লিক কেমিলিয়া ৫৬ ইঞ্চির এই সিলিং ফ্যানটি ক্রয় করেন তাহলে এটির সাথে আপনি পেয়ে যাবেন সাত বছরের ওয়ারেন্টি। তবে অনেকেই ক্লিক সিলিং ফ্যান এর ব্যাপারে আপত্তি করেছে। তাই আমি আপনাদেরকে বলবো ক্লিক সিলিং ফ্যান কেনার আগে অবশ্যই যাচাই করে নিবেন।
সুপার স্টার সিলিং ফ্যান প্রাইস ইন বাংলাদেশ ২০২৫
বন্ধুরা আপনারা চাইলে সুপারস্টার সিলিং ফ্যানও ক্রয় করতে পারেন। সুপারস্টার সিলিং ফ্যান অন্যান্য ফ্যান অপেক্ষা ভালই বলা চলে, কেননা এই ফ্যান চলাকালীন কোন শব্দ হয় না এবং এই ফ্যানের সাথে রয়েছে সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তো বন্ধুরা সুপারস্টার এর ভেনাস মডেলের ৫৬ ইঞ্চির সিলিং ফ্যানের প্রাইস হচ্ছে ৩৫০০ টাকা। আর এই ফ্যানের পাখাগুলো পেয়ে যাবেন আপনি এলমনিয়ামের সেই সাথে পেয়ে যাবেন সাত বছরের ওয়ারেন্টি। এছাড়া আরও বিভিন্ন মডেলের সুপারস্টারের ফ্যান রয়েছে যা আপনারা নিজেদের পছন্দমতো কিনতে পারবেন।
আরও পড়ুন
যমুনা সিলিং ফ্যান প্রাইস ইন বাংলাদেশ ২০২৫
বন্ধুরা বর্তমান সময়ে আলোচিত একটি ফ্যান হচ্ছে যমুনা সিলিং ফ্যান। ৫৬ ইঞ্চির যমুনা সিলিং ফ্যানের প্রাইস হচ্ছে ৩৪০০ টাকা, আর বর্তমান অফার অনুযায়ী আপনি যদি যমুনা থেকে সিলিং ফ্যান কিনেন বা যমুনা ব্র্যান্ডের ফ্যান কিনেন তাহলে 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন। এছাড়াও যমুনা ফিলিং ফ্যানের মধ্যে আরবি বিভিন্ন ধরনের মডেল রয়েছে যার মূল্য ২৯৫০ টাকা, ২৭০০ টাকা, ২৬৫০ টাকা সহ ২৬০০ টাকা দিয়েও আপনি কিনতে পারবেন।
অনেকেই সিলিং ফ্যানের মধ্যে ছোট সিলিং ফ্যান খুজেন তারা যমুনা ব্র্যান্ডের ছোট সিলিং ফ্যান কিনতে পারেন। যমুনা ছোট সিলিং প্রাইস হচ্ছে মাত্র 2650 টাকা, এই ফ্যানগুলো ছোট হলেও বাতাস অনেক বিস্তৃত হয়। সিলিং ফ্যানের পাশাপাশি আপনি যমুনা ব্র্যান্ডের টেবিল ফ্যান জালি ফ্যান ও রিচার্জেবল ফ্যানও পেয়ে যাবেন।
প্রদীপ সিলিং ফ্যান প্রাইস ইন বাংলাদেশ ২০২৫
প্রদীপ সিলিং ফ্যান মোটামুটি খুবই ভালো একটি ফ্যান, কেননা গত ২০ থেকে ২২ বছর যাবত এই ফ্যান সার্ভিস দিয়ে আসতেছে। প্রদীপ সিলিং ফ্যান সাধারণত বাংলাদেশ বাজারে ২ হাজার টাকা থেকে শুরু করে ৪০০০ টাকা সমমূল্যে রয়েছে। অর্থাৎ আপনি চাইলে ২০০০ টাকা দিয়েও প্রদীপ সিলিং ফ্যান কিনতে পারবেন আবার আপনি যদি চান তাহলে ৪ হাজার টাকা দিয়েও প্রদীপ ফিলিং ফ্যান কিনতে পারেন।
শেষ হিসেবে আমরা বলতে পারি প্রদীপ সিলিং ফ্যানের প্রাইস হচ্ছে ২০০০ টাকা, কিংবা এভাবেও বলতে পারি যে প্রদীপ সিলিং ফ্যানের প্রাইস হচ্ছে ৪০০০ টাকা। কেননা আপনি ২০০০ টাকা থেকে চার হাজার টাকার ভিতরেই প্রদীপ সিলিং ফ্যান কিনতে পারবেন। তবে আমি সাজেস্ট করব আপনি একেবারে নিম্নমানের না কিনে মোটামুটি ভালো মডেলের একটা ফ্যান কিনার জন্য, যদিও সেটা প্রদীপ হয় কোন সমস্যা নেই। তবে তিন থেকে চার হাজার টাকা সম মূল্যের ফ্যান যদি আপনি কিনেন তাহলে আশা করি প্রদীপ ব্র্যান্ডের মধ্যেই ভালো একটি ফ্যান কিনতে পারবেন।
আবার ছোট চার পাখা বিশিষ্ট ফ্যানও প্রদীপ নিয়ে এসেছে। যা আপনি ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা দিয়েও কিনতে পারবেন, তবে কোয়ালিটি বেঁধে দাম ভিন্ন ভিন্নও হতে পারে।
বিআরবি সিলিং ফ্যান প্রাইস ইন বাংলাদেশ ২০২৫
বন্ধুরা সবশেষে আমি যেই সিলিং ফ্যান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে বিআরবি সিলিং ফ্যান। বিআরবি সিলিং ফ্যান খুবই ভাল একটি ফ্যান, তাছাড়া এটি খুবই একটি উল্লেখযোগ্য ব্রান্ড। বর্তমান সময়ে যে সমস্ত ফ্যান অধিকারে বিক্রি হচ্ছে এবং কোয়ালিটির দিক দিয়েও ভালো সেই সমস্ত ফ্যানের মধ্যে বিআরবি সিলিং ফ্যান কে অন্যতম বলা যেতে পারে। কেননা বর্তমান বাজারে বিআরবি সিলিং ফ্যান অধিক হারে বিক্রয় হচ্ছে।
বিআরবি ব্র্যান্ডের ৫৬ ইঞ্চির সিলিং ফ্যানের দাম হচ্ছে মাত্র ৩০০০ টাকা, অর্থাৎ আপনি মাত্র তিন হাজার টাকা দিয়েই খুবই ভালো মানের বিআরবি ব্র্যান্ডের একটি সিলিং ফ্যান কিনতে পারবেন। এই ফ্যানের বাতাস খুবই ঠান্ডা হয়ে থাকে, তাছাড়া এই ফ্যানটিও ক্রয়ের পর আপনি সাত বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট করতে পারবেন। এছাড়াও বিআরবি ব্র্যান্ডের আরো অনেক মডেল রয়েছে যেগুলোর দাম আরো বেশি, তবে আপনারা চাইলে নিশ্চিন্তে বিআরবি সিলিং ফ্যান ব্যবহার করতে পারেন। কেননা গুণগত ও মানগতদিক দিয়ে আমি বিআরবি সিলিং ফ্যানকে বেস্ট মনে করে।
আরও পড়ুন
শেষ কথা সিলিং ফ্যান প্রাইস ২০২৫
তো যাই হোক বন্ধুরা সিলিং ফ্যান প্রাইস ইন বাংলাদেশ ২০২৫ সম্পর্কিত টাইটেলের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকের এই আর্টিকেলে আমি ওয়ালটন সিলিং ফ্যান, ভিশন সিলিং ফ্যান, ক্লিক সিলিং ফ্যান, প্রদীপ সিলিং ফ্যান, যমুনা সিলিং ফ্যান, সুপার স্টার সিলিং ফ্যান সহ উল্লেখযোগ্য ব্র্যান্ড বিআরবি সিলিং ফ্যানের দাম আপনাদের সাথে উল্লেখ করেছি। আশা করি আপনারা এই আর্টিকেলের মাধ্যমে নূন্যতম হলেও উপকৃত হয়েছেন।
এরকম আরো বর্তমান বাজার মূল্য সম্পর্কিত তথ্য জানতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। তবে আর একটি কথা বাজারের দাম যেহেতু উঠানামা করে সেহেতো আপনারা অবশ্যই ফ্যান কেনার সময় বর্তমান বাজার মূল্য যাচাই করে কিনবেন।
Tags:
Fan