আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফ্যানের কয়েলের দাম নিয়ে, সেই সাথে ফ্যানের কয়েল বাধার মেশিনের দাম নিয়েও। কেননা অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে বা বাসায় ব্যবহার করা ভালো সিলিং ফ্যান কিংবা জালি ফ্যানের কয়েল নষ্ট হয়ে গেছে। তো আমরা চাইলে সেই সমস্ত সিলিং ফ্যান কিংবা জালি ফ্যানে কয়েল কিনে ব্যবহার করতে পারি।
আরও পড়ুন
তাই আজকের এই আর্টিকেলে আমি আলোচনা করব জালি ফ্যানের মটরের দাম কত? বা কয়েলের দাম কত? সেই সাথে সিলিং ফ্যানের কয়েল এর দাম কত সেটা উল্লেখ করার পাশাপাশি এটাও আমি আপনাদের সাথে উল্লেখ করবো যে, ফ্যানের কয়েল বাধার মেশিনের দাম সম্পর্কে। তাই উল্লেখিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে আর্টিকেলটি পড়তে থাকুন।
জালি ফ্যানের মটরের দাম
জালি ফ্যানের মটরের দাম: জালি ফ্যানের মটরের দাম হচ্ছে ৩৫০ টাকা থেকে শুরু করে ১৫০০ বা ১৭০০ টাকা পর্যন্ত। অর্থাৎ আপনি যদি সিম্পল মটর কিনতে চান তাহলে ৩৫০ টাকা থেকে ৪০০ টাকার ভিতরেই একটি জালি ফ্যানের মটর কিনতে পারবেন। তবে আপনি যদি একটু কোয়ালিটি ফুল ভালো মটর কিনতে চান সেক্ষেত্রে ৫০০ টাকা ১০০০ টাকা বা ১৫০০ টাকা দিয়েও আপনি একটি মটর কিনতে পারবেন। তবে আমার সাজেশন হলো আপনি 5 থেকে 700 টাকা দিয়ে একটি মটর কিনে আপনার পুরাতন জালি ফ্যানে ব্যবহার করতে পারেন।
অনেকেই দেখা যায় জালি ফ্যানের মটর যদি নষ্ট হয়ে যায় তাহলে বাজার থেকে রিপেয়ারিং করার চেষ্টা করে, বা রিপেয়ারিং করে নিয়ে আসে। তো এই ক্ষেত্রে আমি বলবো জালি ফ্যানের মটর নষ্ট হয়ে গেলে রিপেয়ারিং না করে একটি নতুন মটর কিনে ফেলাই বেস্ট। কেননা আপনি যদি পুরাতন মটর টা রিপেয়ারিং করতে চান তাহলে ২০০ টাকা থেকে ২৫০ টাকার মত খরচ হবে, তারপরেও এই রিপেয়ারিং করা মটর টা বেশিদিন ঠিকসই হবে না। আর অপর দিকে আপনি চাইলে ৫০০ টাকা থেকে ৭০০ টাকা দিয়েই মোটামুটি লেভেলের নতুন একটা মটর কিনতে পারবেন, যার মাধ্যমে আপনার ফ্যান নতুনের মতই চলবে।
জালি ফ্যানের কয়েলের দাম কত
জানি ফ্যানের সাধারণত কয়েল হয় না বা এভাবে বিক্রি হয়না, অর্থাৎ জালি ফ্যানের মধ্যে সাধারণত কয়েল মটর একসাথেই থাকে যেটাকে সাধারণত মটরই বলা হয়ে থাকে। যেটার দাম হচ্ছে ৩৫০ বা ৪০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত, অর্থাৎ কোয়ালিটি বেঁধে আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন দামের মটর বা কয়েল কিনতে পারেন।
সিলিং ফ্যানের কয়েলের দাম কত
সিলিং ফ্যানের কয়েলের দাম কত: সিলিং ফ্যানের কয়েলের দাম যথাক্রমে ৮৫০, ১০০০, ১১৫০ টাকা। অর্থাৎ ৩৭ ইঞ্চি সিলিং ফ্যানের কয়েলের দাম হচ্ছে ৮৫০ টাকা ও ৪৮ ইঞ্চি সিলিং ফ্যানের কয়েল এর দাম হচ্ছে ১০০০ টাকা এবং 56 ইঞ্চি সিলিং ফ্যানের কয়েলের দাম হচ্ছে ১১৫০ টাকা। তবে বিভিন্ন জায়গায় এই প্রাইজের থেকে কিছু টাকা কম বেশিও হতে পারে, তবে সেটা আপনারা ভালোভাবে যাচাই করে নিবেন।
অনেক জায়গায় দেখা যায় ৭০০ বা ৮০০ টাকা দিয়েও সিলিং ফ্যানের কয়েল পাওয়া যায় বা বেঁধে দেয়। আবার অনেক জায়গায় দেখা যায় ১১০০ টাকা থেকে ১২০০ বা ১২৫০ টাকাও লাগে। তো এটা সম্পূর্ণ মেকানিক বা কয়েলের উপর ভিত্তি করেই দামটা নির্ভর হয়ে থাকে। তবে আরেকটি কথা জেনে রাখা দরকার যদি আপনি পুরাতন সিলিং ফ্যানের কয়েল কিনেন বা বাধাই করতে চান তাহলে তুলনামূলক দামটা একটু বেশি পড়বে, কেননা পুরাতন কাজগুলোর মধ্যে কস্টও তুলনামূলক একটু বেশি পড়ে।
ফ্যানের কয়েল বাধার মেশিনের দাম
বন্ধুরা ফ্যানের কয়েল বাধার মেশিন তিন ধরনের রয়েছে, যেমন একটা হচ্ছে মেনুয়ালি যদি আপনি কাজ করতে চান সে ক্ষেত্রে ছোট একটা মেশিন দিয়ে হাতের মাধ্যমে কাজ করতে পারেন। তো বন্ধুরা হাতের মাধ্যমে ঘুরিয়ে ফ্যানের কয়েল বাধার মেশিনের দাম হচ্ছে মাত্র ১৪০০ টাকা থেকে ১৫০০ টাকা, অর্থাৎ ১৪০০ টাকা দিয়েই আপনি হাতে ঘুরিয়ে ফ্যানের কয়েল বাধার একটি মেশিন কিনতে পারবেন।
তবে হাতে ঘুরিয়ে কয়েল বাধার মেশিনের মত আরেকটা অটো মেশিন রয়েছে যেটার দাম ৩০০০ টাকার মতো। তো বন্ধুরা যারা মূলত টুকটাক কাজ করতে চান দোকানের মধ্যে তারা এই দুইটা মেশিন থেকে যেকোনো একটা মেশিন কিনতে পারেন। একটার দাম হচ্ছে ১৪০০ এবং অপর একটার দাম হচ্ছে ৩০০০ টাকার মত।
সিলিং ফ্যানের কয়েল বাধার মেশিনের দাম
আধুনিক যুগের সাথে পাল্লা দিয়ে সিলিং ফ্যানের কয়েল বাধার অটো মেশিনের দাম হচ্ছে যথাক্রমে ৩৫০০০, ৩৮০০০, ৪০০০০ টাকা। অর্থাৎ আপনি ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকার ভিতরেই একটি আধুনিক সিলিং ফ্যানের কয়েল বাধার মেশিন কিনতে পারবেন। আর এরকম একটা মেশিন দিয়ে আপনি সারাদিনে কমপক্ষে একদম শুয়ে বসে ৩০ থেকে ৪০ টি ফ্যানের কয়েল বাঁধাই করতে পারবেন।
আর এই সিলিং ফ্যানের কয়েল বাধার অটু মেশিনের মধ্যে ভালো সুবিধা রয়েছে, অর্থাৎ আপনি যদি ২৫০ প্যাচের কয়েল বাধেন তাহলে শুধুমাত্র ২৫০ সিলেক্ট করে দিলেই হবে, অপরদিকে আপনি যদি ল্যাপটেও ২৫০ সিলেক্ট করেন তাহলে সেখানেও ২৫০ প্যাচ ঘুরবে। অর্থাৎ এই সমস্ত অটো মেশিনের মাধ্যমে আপনি যদি কয়েল বাঁধেন তাহলে আপনার কোন কষ্টই হবে না। শুধুমাত্র আপনি প্যাচের পরিমাণটা সিলেক্ট করে দিবেন আর মেশিনেই অটোমেটিক কয়েল বেঁধে দিবে।
যারা সিলিং ফ্যানের কয়েল বাধার মাধ্যমে কেরিয়ার গড়তে চান বা ভালো একটা অবস্থানে যেতে চান। এবং যারা ইলেকট্রিশিয়ান কাজে আগ্রহী আছেন তাদেরকে আমি বলব তারা অবশ্যই ফ্যানের কয়েল বাধার মেশিন কিনে এই কাজ শুরু করতে পারেন। কেননা এই কাজের মাধ্যমে প্রচুর পরিমাণ ইনকাম রয়েছে। আপনার প্রাথমিক অবস্থায় ৩৫ হাজার টাকা ইনভেস্ট করে যদিও একটি মেশিন কিনতে হচ্ছে কিন্তু পরবর্তীতে আপনি প্রতিদিন চার-পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে।
আরও পড়ুন
শেষ কথা ফ্যানের কয়েলের দাম কত
আজকের আর্টিকেলে আমরা সিলিং ফ্যানের কয়েলের দাম কত? জালি ফ্যানের মটরের দাম কত এই সমস্ত বিষয়ে উল্লেখ করার পাশাপাশি সিলিং ফ্যানের বা অন্যান্য ফ্যানের কয়েল বাধার মেশিনের দাম সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছি। তো বন্ধুরা এ সমস্ত বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আপনি যদি আপনার ক্যারিয়ারকে সামনে নিয়ে যেতে চান? তাহলে ফ্যানের কয়েল বাধার অটো মেশিনটি আপনি ক্রয় করতে পারেন, এবং প্রথম দিন থেকেই একটা স্মার্ট রেভিনিউ অর্জন করতে পারবেন।
তবে আপনার যদি ইলেকট্রিশিয়ান একটা দোকান থাকে বা ইলেকট্রিশিয়ান কাজ আগে থেকে করে থাকেন সেক্ষেত্রে বেশি ভালো হয়। কেননা আপনি যেই কাজগুলো করবেন সেগুলো মূলত ইলেকট্রিশিয়ানের সাথে সম্পৃক্ত। তাই আপনি যদি আগে থেকেই ইলেকট্রিশিয়ানের সাথে সম্পৃক্ত থাকেন তাহলে ভালো কাজ পাবেন ইনশাআল্লাহ।
Tags:
Fan