ফুটবল ইতিহাসের কথা বলতে গেলেই নেইমার জুনিয়রের কথা চলে আসে। এই অল্প ক্যারিয়ারের মধ্যে নেইমার জুনিয়র ফুটবলের মধ্যে অনেক কিছুই দেখিয়েছেন। আর তাই তো অনেকেই নেইমার দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানতে আগ্রহী হয়ে থাকে। তো বন্ধুরা, মূলত আজকের এই আর্টিকেলে নেইমার জুনিয়র সম্পর্কে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে।
আরও পড়ুন
এই আর্টিকেলে আমি আলোচনা করব নেইমারের বাড়ি কোথায়? নেইমারের বয়স কত সেটা উল্লেখ করার পাশাপাশি নেইমা সম্পর্কিত আরো বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর। যা কিনা সচরাচর ফুটবলপ্রেমীদের মনে জাগ্রত হয়, তো বন্ধুরা চলুন তাহলে আজকে আমরা আমাদের মূল আর্টিকেলে চলে যাই।
নেইমারের বাড়ি কোথায়
নেইমার জুনিয়র এর বাড়ি হচ্ছে ব্রাজিলে, ফুটবলার এই তারকা ব্রাজিলেই জন্মগ্রহণ করেন। আর ব্রাজিল দেশটি হচ্ছে মূলত দক্ষিণ আমেরিকার একটি বৃহত্তম বা বড় দেশ। আপনি কি ব্রাজিলকে ইউরোপিয়ান দেশ বলে থাকে কিন্তু মূলত সেটা ভুল। ব্রাজিল হচ্ছে প্রকৃত দক্ষিণ আমেরিকার একটি বড় দেশ।
নেইমারের বয়স কত
অনেকেই আবার সোশ্যাল মিডিয়া জিজ্ঞাসা করে নেইমারের বর্তমান বয়স কত? তো বন্ধুরা নেইমারের বর্তমান বয়স হচ্ছে ৩৩ বছর ১ মাস। কেননা নেইমার জুনিয়র ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন, সে হিসেবে নেইমার জুনিয়রের বর্তমান বয়স হচ্ছে ৩৩ বছর এক মাস।
নেইমার কয়টি বিশ্বকাপ জিতেছে
যদিও নেইমারের বয়স ৩৩ কিন্তু এই ৩৩ বছর বয়সে নেইমারের অনেক অর্জন রয়েছে। তবে আফসোসের বিষয় হচ্ছে নেইমার যদিও ভালো খেলে তার থাকাকালীন অবস্থায় কোন বিশ্বকাপ জেতা হয়নি। তবে যেহেতু এখন পর্যন্ত নেইমার দলের মধ্যে রয়েছে তবে আশা করা যায় নেইমার বিশ্বকাপ জিতবে বা তার দ্বারা কোন একটা বিশ্বকাপ ট্রফি ব্রাজিলিয়ানরা নিজের ঘরে তুলে নিবে।
নেইমার কত সাল থেকে বিশ্বকাপ খেলে
নেইমার জুনিয়র তার প্রতিভার কারনে অনূর্ধ্ব ১৯ থেকেই বিশ্বকাপে চলে আসে। নেইমার জুনিয়র ২০১০ সাল থেকে বিশ্বকাপ খেলে, সেই হিসেবে প্রায় ১৫ বছর যাবত নেইমার জুনিয়র বিশ্বকাপ খেলতেছে।
নেইমারের মোট গোল সংখ্যা কত
আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে এই তারকা 126 টি ম্যাচের মধ্যে প্রায় ৮০টি গোল নিজের করে নিয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে নেইমারের মোট গোল সংখ্যা হচ্ছে ৮০ টি।
নেইমার কোন ক্লাবে খেলে 2025
2025 সালে এসে নেইমার সৌদির আল হেলাল ক্লাবের মধ্যে খেলতেছে। তবে এর আগে নেইমার আরো বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছে।
নেইমারের আইডল কে?
নেইমারকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি কাকে ফলো করেন? বা তার আইডল কে? তখন ব্রাজিলিয়ান এই তারকা বলেন যে, তার আইডল হচ্ছে মেসি এবং তিনি মেসিকেই তার আইডল হিসেবে মানেন।
নেইমারের পুরো নাম কি?
অনেকেই আবার নেইমারের পুরো নাম জিজ্ঞাসা করে থাকেন। তোর নেইমারের পুরো নাম হচ্ছে নেইমার দা সিলবা শান্তোষ জুনিয়র।
নেইমারের বর্তমান ক্লাব কোনটি?
নেইমারের বর্তমান ক্লাব হচ্ছে আল হেলাল, অতীতে অন্যান্য ক্লাবের খেললেও বর্তমানে তিনি আল হেলাল ক্লাবের হয়ে খেলতেছে।
নেইমারের জন্মদিন কত তারিখে?
নেইমারের জন্মদিন হচ্ছে ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি, অর্থাৎ তিনি ফেব্রুয়ারীর ৫ তারিখের ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন।
নেইমারের বউ এর নাম কি?
নেইমারের বউ এর নাম হচ্ছে ব্রণা মারকুজন।
নেইমারের সন্তান কয়টি?
সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে যতটুকু জানতে পারলাম তাহলে নেইমারের সন্তান হচ্ছে তিনজন।
নেইমার কত টাকার মালিক?
নেইমার জুনিয়র বর্তমানে 110 মিলিয়ন থেকে 112 মিলিয়ন ব্রিটিশ পাউন্ডের মালিক।
নেইমারের মাসিক বেতন কত?
আনুমানিক নেইমারের মাসিক বেতন হচ্ছে ৩১ থেকে ৩৩ কোটি টাকা পর্যন্ত।
নেইমার কত ফুট লম্বা?
দেখতে যদিও নেইমারকে খাটো দেখা যায় কিন্তু প্রকৃতপক্ষে নেইমারের উচ্চতা হচ্ছে প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি।
মেসি নাকি নেইমার কে সেরা ড্রিবলার?
মেসি খুবই অভিজ্ঞ এবং একজন দক্ষ খেলোয়ার, হিসেবে যদিও মেসির বয়স ৩৭ প্লাস হয়ে গেছে তারপরও সেরা ড্রিবলার খেলোয়াড় হচ্ছে মেসি।
নেইমারের কয়টি সফল ড্রিবল আছে?
নেইমার জুনিয়র তার ক্যারিয়ারে প্রায় ৩৭০টির মতো ড্রিবল আছে।
মেসি বনাম নেইমার
অনেকেই আমরা মেসি সেরা নাকি নেইমার সেরা সেই হিসেবে তুলনা করে থাকি। আবার অনেকেই মেসি এবং নেইমার দুইজনকে নিয়ে বিভিন্ন কথায় জড়িয়ে যাই। তো সাধারণত মেসি মেসির জায়গা থেকে বেস্ট এবং নেইমার নেইমারের জায়গা থেকে বেস্ট। ক্রিকেট ইতিহাসে মেসির অনেক কৃতিত্ব রয়েছে আবার নেইমার জুনিয়রেরও অনেক কৃতিত্ব রয়েছে।
তবে আইডলের দিক এবং বিচক্ষণতার দিক দিয়ে যদি ধরি তাহলে অবশ্যই মেসি বেস্ট। কারণ সবদিক দিয়ে বিবেচনা করলে মেসি তার থেকে অভিজ্ঞ বিচক্ষণ এবং সেরা একজন ফুটবলার। তাছাড়া নেইমার নিজেই মেসিকে তার আইডল হিসেবে স্বীকৃতি দিয়েছেন তো তাদের নিজেদের মধ্যে যদি কোন ধরনের বাক-বিতণ্ড থাকতে না পারে তাহলে আমরা অযথাই কেন বাদ বিতর্কতার মধ্যে যাই? যাইহোক পরিস এতটুকুই বলতে চাই যে তারা দুইজন দুইজনের জায়গা থেকেই বেস্ট।
আরও পড়ুন
শেষ কথা নেইমারের বাড়ি কোথায়
বন্ধুরা, নেইমারের বাড়ি কোথায় ও নেইমারের বয়স কত এই টাইটেল সম্পর্কিত আজকে একটি বিস্তারিত আর্টিকেল লেখার চেষ্টা করেছি। আজকের এই আর্টিকেলে নেইমার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর আমি আপনাদের সাথে উল্লেখ করেছি। তো নেইমার সম্পর্কিত যদি আপনার কোন কাঙ্ক্ষিত প্রশ্ন থাকে যা এখানে উল্লেখ করা হয়নি তাহলে সেটা আপনি কমেন্ট উল্লেখ করতে পারেন। আমরা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
Tags:
Sport