আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ওয়ালটন টেবিল ফ্যানের দাম সহ আরো বিভিন্ন ব্র্যান্ডের টেবিল ফ্যানের দাম নিয়ে। সেই সাথে বড় টেবিল ফ্যানের দাম ও ছোট টেবিল ফ্যানের দামও আমি আপনাদের সাথে উল্লেখ করবো।
আরও পড়ুন
গ্রাম অঞ্চলে কিংবা বাসা বাড়িতে অনেক সময় টেবিল ফ্যানের প্রয়োজন হয়। তাছাড়া টেবিল ফ্যান ক্যারিং করতে সুবিধা হয়। এক জায়গায় থেকে অন্য জায়গায় নেওয়া যায় সে কারণেই অনেকেই টেবিল ফ্যান কেনার জন্য আগ্রহী হয়। তো বন্ধুরা আজকে আমি বিভিন্ন ব্র্যান্ডের টেবিল ফ্যানের দাম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের এই আর্টিকেলটি পড়লে আপনি বিভিন্ন ব্র্যান্ডের টেবিল ফ্যানের দাম সহ ছোট বড় সকল ফ্যানের দাম জানতে পারবেন।
ওয়ালটন টেবিল ফ্যান দাম
ওয়ালটনের WTF16A - RMC মডেলের ১৬ ইঞ্চি টেবিল ফ্যানের দাম হচ্ছে ৩৩৫০ টাকা, ও WTF16C - PBC মডেলের ১৬ ইঞ্চি টেবিল ফ্যানের দাম হচ্ছে ২৩৫০ টাকা। সেই সাথে WTF16A - PBC মডেলটির দাম হচ্ছে ২৫৫০ টাকা। অর্থাৎ আপনারা ওয়ালটনের উপরোক্ত তিনটি টেবিল ফ্যানেই ক্রয় করতে পারেন, যেগুলোর দাম পর্যায়ক্রমে ৩৩৫০, ২৩৫০ ও ২৫৫০ টাকা। তো যারা সীমিত প্রাইজের মধ্যে ওয়ালটন টেবিল ফ্যান কিনতে চান তারা এগুলো চয়েস করতে পারেন, আর যারা আরও ভালো প্রাইজের চান তাদের জন্য নিচে প্রাইজ ও মডেল উল্লেখ করছি।
ওয়ালটনের W170A-MS মডেলের ১৭ ইঞ্চি রিচার্জেবল টেবিল ফ্যানের দাম হচ্ছে ৬৫৫০ টাকা। এই ফ্যানের সাথে রাত্রে বেলায় ব্যবহার করার জন্য পেয়ে যাবেন একটি লাইট, যেটা ফ্যানের সাথে নিচের অংশেই ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই ফ্যান ব্যবহার করার দ্বারা বিদ্যুৎ মোটামুটি ভালোই সাশ্রয়ী হবে, কেননা এই ফ্যানের ওয়াট হচ্ছে মাত্র ত্রিশ ওয়াট।
এছাড়াও ওয়ালটনের পাঁচ পাখা বিশিষ্ট WRTF মডেলের ১৪ ইঞ্চি রিচার্জেবল টেবিল ফ্যানটির মূল্য হচ্ছে মাত্র ৪৪৫০ টাকা, তো আপনারা চাইলে এই ফ্যানটিও ক্রয় করতে পারেন। WRTF সেই মডেলের আরেকটি টেবিল ফ্যানের মূল্য হচ্ছে ৪৬৫০ টাকা।
ভিশন টেবিল ফ্যান দাম
ভিশন কোম্পানির ১২ ইঞ্চির তিন পাখা বিশিষ্ট একটি রিচার্জেবল টেবিল ফ্যানের দাম হচ্ছে ৪০৫০ টাকা। এই ফ্যানটি আপনি ১২ ঘন্টা চার্জ দিয়ে প্রায় 24 ঘন্টার মত ব্যবহার করতে পারবেন যদি স্বাভাবিক স্পিডে চালান। আর যদি ফুল স্পিডে চালান তাহলে চার থেকে পাঁচ ঘন্টা ব্যবহার করতে পারবেন। ভিশনের পাঁচ পাখা বিশিষ্ট ১৪ ইঞ্চির আরো একটি টেবিল ফ্যানের প্রাইস হচ্ছে ৪৮৫০ টাকা, উপরেরটার মতো এটাতেও সেইম সুযোগ সুবিধা পাবেন। ভিশনের দুইটা ফ্যানের মধ্যেই আপনি ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন।
ক্লিক টেবিল ফ্যানের দাম
ক্লিক টেবিল ফ্যানের দাম ২ হাজার টাকা থেকে শুরু করে ৬ হাজার ২০০ টাকা পর্যন্ত রয়েছে। অর্থাৎ আপনি যদি ১২ ইঞ্চির ক্লিক টেবিল ফ্যান কিনেন তাহলে তার দাম পড়বে ৪২০০ টাকা। সেই মডেলের মধ্যেও আপনি আরো কম দামে পেয়ে যাবেন সেটা কোয়ালিটি পেতে। ঠিক তেমনি ভাবে ক্লিক টেবিল ফ্যানের মধ্যে ১৪ ইঞ্চি ১৬ ইঞ্চি ও ১৮ ইঞ্চি পর্যন্ত রয়েছে। যেগুলোর দাম যথাক্রমে ৪৮০০, 5600 ও ৬২০০ টাকা পর্যন্ত। তো এখন আপনি আপনার পছন্দমত আপনার বাজেট অনুযায়ী ক্লিক টেবিল ফ্যান ক্রয় করতে পারেন।
হিমেল টেবিল ফ্যানের দাম
টেবিল ফ্যানের মধ্যে আরো একটি কোম্পানি হচ্ছে হিমেল। তো বন্ধুরা ১৬ ইঞ্চির চার পাকা বিশিষ্ট হিমেল টেবিল ফ্যানের দাম হচ্ছে মাত্র ২৭০০ টাকা। অর্থাৎ আপনি ২৭০০ টাকা দিয়েই হিমেল টেবিল ফ্যান করে করতে পারবেন, এটার মধ্যেও অন্যান্য ফ্যানের মতো সুযোগ-সুবিধা আপনি পেয়ে যাবেন, যেমন চার্জ ওয়ারেন্টি ইত্যাদির। এছাড়াও হিমেল ব্র্যান্ডের ১৮ ইঞ্চি ১৪ ইঞ্চি টেবিল ফ্যান রয়েছে যে গুলোর দাম পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
বড় টেবিল ফ্যানের দাম
তো বন্ধুরা বড় স্ট্যান্ড বিশিষ্ট বড় টেবিল ফ্যানের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এমনকি তুলনামূলক ছোট টেবিল ফ্যানের দামের চাইতে অনেকটা বেশি হয়ে থাকে, তবে স্বাভাবিকভাবে বড় টিভি ফ্যানের দাম বেশি হওয়ার কথাই যেহেতু সেটার কোয়ালিটি এবং মান উভয়টাই ভালো।
বড় টেবিল ফ্যানের দাম ১০ হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার এমনকি ১৮ হাজার টাকা দিয়েও কিনতে পারবেন। অর্থাৎ বড় টেবিল ফ্যান গুলোর সর্বনিম্ন দাম হচ্ছে ১০৫০০ টাকা। তবে এটার মধ্যে যদি আপনি আরো ভালো কোয়ালিটি ফুল কিনেন তাহলে আপনার পনের হাজার টাকা এমনকি আঠার হাজার টাকা পর্যন্ত লাগতে পারে। তাছাড়া বড় টেবিল ফ্যানগুলি দীর্ঘস্থায়ী হয়ে থাকে এগুলি সহজে নষ্ট হয় না। বড় টেবিল ফ্যান গুলো স্বাভাবিকভাবে বাসা বাড়িতে ব্যবহার করা হয় না, এগুলা বিভিন্ন মার্কেটে দোকানে বা কারখানায় ব্যবহার করা হয়ে থাকে।
ছোট টেবিল ফ্যানের দাম
বন্ধুরা আমি যদি একেবারে ছোট টেবিল ফ্যান গুলির কথা বলি তাহলে সেটার দাম শুরু হয় মাত্র ৭৫০ টাকা থেকে। অর্থাৎ ৭৫০ টাকা দিয়ে হাই স্পিডে চলা ছোট টেবিল ফ্যানটি আপনি ক্রয় করতে পারবেন। তারপর পর্যায়ক্রমে ৭৫০ টাকা থেকে শুরু করে ৬০০০ এমনকি সাড়ে ছয় হাজার টাকা দিয়েও ছোট টেবিল ফ্যান করে করা যায়। যেটা সম্পূর্ণ নির্ভর করে ফ্যানের কোয়ালিটি ও মডেলের উপর, অর্থাৎ আপনি যদি ভালো কোয়ালিটির নিতে চান, এবং দীর্ঘদিন ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনার প্রাইজটা বেশি গুনতে হবে।
সিঙ্গার টেবিল ফ্যানের দাম
ফ্যান কোম্পানিগুলোর মধ্যে singer হচ্ছে অন্যতম, তো বন্ধুরা ১৬ ইঞ্চির একটি সিঙ্গার টেবিল ফ্যানের দাম হচ্ছে ২১০০ টাকা। এবং আপনি তো ১৮ ইঞ্চির কিনতে চান সে ক্ষেত্রে প্রাইস তুলনামূলক একটু বাড়বে। ২১০০ টাকা থেকে কম এবং ২১০০ টাকার বেশি দিয়েও আপনি সিঙ্গার টেবিল ফ্যান কিনতে পারবেন কোয়ালিটি বেঁধে । তবে অন্যান্য ফ্যানের চাইতে অবশ্যই সিঙ্গার টেবিল ফ্যান খুবই ভালো এবং দীর্ঘমেয়াদী হয়। তাই যারা সিঙ্গার টেবিল ফ্যান কিনার চিন্তাভাবনা করতেছেন তারা অবশ্যই সিঙ্গার টেবিল ফ্যান কিনতে পারেন।
কোন কোম্পানির টেবিল ফ্যান ভালো
উপরে আমি যেই কোম্পানিগুলোর ফ্যানের দাম উল্লেখ করেছি মোটামুটি সবগুলো কোম্পানি ভালো। তবে ভালোর মধ্যেই আরো কিছু ভালো থাকে বা বেস্ট থাকে। তো সেই হিসেবে যদি আমি বলি তাহলে অবশ্যই বলব সিঙ্গার কোম্পানি বেস্ট। সিঙ্গার কোম্পানি অন্যান্য কোম্পানি থেকে ভিন্ন এবং ভালো হয়ে থাকে, টেবিল ফ্যানের মধ্যে বা ফ্যানের মধ্যে টপ যে ব্র্যান্ডের কোম্পানিগুলো ভালো সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সিঙ্গার ও পর্যায়ক্রমে Usha, Orient, Panasonic। তো বন্ধুরা আপনারা যাচাই বাছাই করে আপনার পছন্দমত টেবিল ফ্যানটি সিলেক্ট করে ক্রয় করতে পারেন।
আরও পড়ুন
শেষ কথা টেবিল ফ্যানের দাম
বন্ধুরা walton টেবিল ফ্যানের দাম ও বড় টেবিল ফ্যানের দাম এই টাইটেল এর আজকের আর্টিকেলের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকের এই আর্টিকেলে ওয়ালটন টেবিল ফ্যানের দাম, ভিশন টেবিল ফ্যানের দাম, ক্লিক টেবিল ফ্যানের দাম, হিমেল টেবিল ফ্যানের দাম, সিঙ্গার টেবিল ফ্যানের দাম সহ ছোট-বড় টেবিল ফ্যানের দাম উল্লেখ করেছি। আশা করি টেবিল ফ্যানের দাম সম্পর্কিত এই আর্টিকেলটি পড়ে আপনি অবশ্য উপকৃত হয়েছেন, এরকম আরো প্রয়োজনীয় আর্টিকেল পেতে বর্তমান বাজার মূল্য ওয়েবসাইটের সাথেই থাকুন।
Tags:
Fan