আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব Walton গ্যাসের চুলার দাম ও শরিফ গ্যাসের চুলার দাম সহ আরো যে সমস্ত কোম্পানিগুলো গ্যাসের চুলা বিক্রয় করে আসতেছে মোটামুটি সবগুলোই নিয়েই।
আরও পড়ুন
বর্তমান সময়ে আমাদের গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরগুলোতে এখন আর মাটির চুলার মধ্যে রান্না করা হয় না। আর অনেকেই নতুন নতুন গ্যাসের চুলার দাম জানতে চাই বা বিভিন্ন ব্র্যান্ডের গ্যাসের চুলার দাম জানতে চায়। তো তাদের জন্যই আজকের এই আর্টিকেলটি। আজকের এই আর্টিকেলে আপনি বিভিন্ন ব্র্যান্ডের গ্যাসের চুলার দাম সহ সিঙ্গেল গ্যাসের চুলার দাম ও ডাবল গ্যাসের চুলার দাম জানতে পারবেন।
Walton গ্যাসের চুলার দাম
walton একটি জনপ্রিয় ব্র্যান্ড, সেই সাথে ওয়ালটনের পণ্যগুলো খুবই ভালো এবং টিকসই হয়ে থাকে। তো বন্ধুরা ওয়ালটন ডবল গ্যাসের চুলার দাম ৩১০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত রয়েছে। অর্থাৎ আপনি চাইলে 3100 টাকা দিয়েও Walton ডাবল গ্যাসের চুলা ক্রয় করতে পারবেন। আবার আপনি চাইলে ৫০০০ টাকা দিয়েও ওয়ালটন কোম্পানির ডাবল গ্যাসের চুলা ক্রয় করতে পারবেন।
আর আপনি যদি ওয়ালটনের সিঙ্গেল গ্যাসের চুলা কিনেন, তাহলে ১৫০০ টাকা থেকে ১৮০০ ও ১৯৯০ টাকা দিয়ে কিনতে পারবেন। তবে Walton এর সিঙ্গেল চুলা গুলো খুবই ভালো।
শরিফ গ্যাসের চুলার দাম
শরিফ ডাবল গ্যাসের চুলার দাম হচ্ছে যথাক্রমে, ৩০০০, ৩২৫০, ৩৩৫০, ৩৪৫০ টাকা। অর্থাৎ শরীফ ডাবল গ্যাসের চুলা আপনি ৩০০০ টাকা থেকেই কিনতে পারবেন এবং সর্বোচ্চ ৩৪৫০ টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত রয়েছে। শরিফ ব্র্যান্ডের সিঙ্গেল গ্যাসের চুলার দাম ১২৫০ টাকা থেকে ২২৫০ টাকার ভিতরেই কিনতে পারবেন। অর্থাৎ শরিফ গ্যাসের চুলার দাম সর্বনিম্নমানের টা হচ্ছে ১২৫০ টাকা এবং মিডিয়াম মের ক্ষেত্রে রয়েছে ২০০০ ও ২১৫০ টাকা, ২২৫০ টাকা দিয়ে ভালো কোয়ালিটি ফুল শরিফ ব্র্যান্ডের সিঙ্গেল গ্যাসের চুলা কিনতে পারবে।
ভিশন গ্যাসের চুলার দাম
ভিশন গ্যাসের চুলার মধ্যে দুইটি কোয়ালিটি রয়েছে অর্থাৎ ভিশন সিঙ্গেল গ্যাসের চুলা ও ভিশন ডাবল গ্যাসের চুলা। ভিন ডাবল গ্যাসের চুলার দাম ৩৮০০ টাকা থেকে ৫৭০০ টাকা পর্যন্ত রয়েছে, অর্থাৎ কোয়ালিটি বেদে ভিশন ডাবল গ্যাসের চুলা আপনি ৩৮০০ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার সাতশো টাকার মধ্যে কিনতে পারবেন। এর মধ্যে তিনটি চুলার প্রাইস যথাক্রমে ৩৮০০, ৪৬০০, ও ৫৭০০ টাকা।
ভিশন সিঙ্গেল গ্যাসের চুলার দাম ১৭০০ টাকা থেকে আপনি ৩০০০ টাকা পর্যন্ত কিনতে পারবেন। অর্থাৎ একদম নিম্নমানের ভিশন সিঙ্গেল গ্যাসের চুলার দাম হচ্ছে ১৭০০ টাকা, তারপর আরেকটু কোয়ালিটি ফুলের নাম হচ্ছে ২৬০০ টাকা, এরপর সিঙ্গেল এর মধ্যে একবারে ভালো কোয়ালিটিটার দাম হচ্ছে তিন হাজার টাকা। তো আপনার বাজেট অনুযায়ী আপনি কোয়ালিটি বেঁধে ভিশন গ্যাসের চুলা ক্রয় করতে পারেন।
আরএফএল গ্যাসের চুলার দাম
অন্যান্য সকল তোলার চাইতে আরএফএল গ্যাসের চুলার দাম অনেক বেশি, যেমন আরএফএল এর সিঙ্গেল গ্যাসের চুলার দাম হচ্ছে যথাক্রমে ১৭৫০, ২৫৫০, ২৭০০ ও ৩০০০ টাকা। অর্থাৎ ৩০০০ টাকার ভিতরে আপনি আরএফএল ব্র্যান্ডের একটি সিঙ্গেল গ্যাসের চুলা কিনতে পারবেন।
আরএফএল ব্র্যান্ডের ডাবল গ্যাসের চুলার দাম যথাক্রমে, ৪০০০, ৬০৫০, ৮০০০, ১০০৫০, এমনি ১২০০০ টাকার উপরেও রয়েছে। তবে আপনি চাইলে পাঁচ থেকে সাত হাজার টাকার ভিতরে মোটামুটি ধরনের আরএফএল ব্র্যান্ডের ডাবল গ্যাসের চুলা কিনতে পারবেন। কিন্তু আপনি যদি আবার মনে করেন যে একবারে হাই কোয়ালিটি ফুল আর এফ এল এর ডাবল গ্যাসের চুলা কিনবেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ১০ থেকে ১২ হাজার টাকা গুনতে হবে।
গাজী সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত
গাজী গ্যাসের চুলার দাম মোটামুটি ভালই, তাছাড়া গাজী কোম্পানিও দীর্ঘদিন যাবত সার্ভিস দিয়ে আসতেছে। যাই হোক আপনি যদি গাজী ব্র্যান্ডের সিঙ্গেল গ্যাসের চুলা কিনেন তাহলে ২৫০০ টাকার মধ্যে ভালো মানের একটা চুলা কিনতে পারবেন।
গাজী ডাবল গ্যাসের চুলার দাম কত
আর যদি গাজী ডাবল গ্যাসের চুলা কিনেন তাহলে ৩৭০০ টাকা থেকে সাড়ে ৫ হাজার টাকা পর্যন্ত আপনার লাগবে। অর্থাৎ কোয়ালিটি বেদে ৩৭০০ টাকা থেকে ৪৯০০ টাকা ও ৫৫০০ টাকা দিয়ে গাজী গ্যাসের চুলা ক্রয় করতে হবে।
গ্যাসের চুলার আকার কত?
গ্যাসের চুলার আঁকা সাধারণত ৪৫ সেন্টিমিটার থেকে ১৪৫ বা ১৫০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। আর ইঞ্চির ক্ষেত্রে ২০ বা ২২ ইঞ্চি থেকে ৫৫ কিংবা ৬০ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে।
গ্যাসের চুলার আগুনের তাপমাত্রা কত?
আপনি যদি সর্বোচ্চ পাওয়ার দিয়ে গ্যাস ব্যবহার করেন তাহলে ওই সময় গ্যাসের চুলার আগুনের তাপমাত্রা হয়ে যেতে পারে ১৬০০ থেকে ১৭০০ ডিগ্রী সেলসিয়াস পরিমাণ।
কোন কোম্পানির গ্যাসের চুলা ভালো
বর্তমান সময়ে মোটামুটি সবগুলো কোম্পানি ভাল গ্যাসের চুলা মার্কেটে নিয়ে এসেছে। তারপরেও অনেকের মনে প্রশ্ন জাগে যে, কোন কোম্পানির গ্যাসে চুলা সবচাইতে ভালো? তো সেই হিসেবে যদি বিবেচনা করি তাহলে আমি বলব আরএফএল কোম্পানির গ্যাসের চুলা সবচাইতে ভালো। কেননা অন্যান্য সব দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে rfl কোম্পানি সবচাইতে বেস্ট এবং এগিয়ে আছে।
আরও পড়ুন
শেষ কথা গ্যাসের চুলার দাম
তো যাই হোক বন্ধুরা ওয়ালটন গ্যাসের চুলার দাম ও শরিফ গ্যাসের চুলার দাম এই টাইটেলের আন্ডারে আজকে একটি পরিপূর্ণ আর্টিকেল লেখার চেষ্টা করেছি। যদিও ওয়ালটন বা শরীফ গ্যাসের চুলার দাম নিয়ে আমি আর্টিকেলটি সাজিয়েছি কিন্তু এই আর্টিকেলে আমি আরএফএল ভিশন গাজী সহ আরো অন্যান্য গ্যাসের চুলার দাম উল্লেখ করেছি। তো যাই হোক বন্ধুরা আপনারা যারা গ্যাসের চুলা কিনবেন তারা অবশ্যই বর্তমান বাজার মূল্য যাচাই করে কিনবেন, কেননা বাজারে দাম প্রতি সময়ই উঠানামা করা।
Tags:
ইনফো